স্পোর্টস ডেস্ক
ঢাকা: মাস তিনেক আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব নিয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। দায়িত্ব নিয়েই জানিয়েছিলেন লম্বা সময় তার বোর্ডে থাকার পরিকল্পনা নেই। তবে বুলবুল সেই সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। বিসিবির আসন্ন নির্বাচনে পরিচালক পদে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন তিনি।
গতকাল সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনের সময় বুলবুল সেখানকার অবকাঠামো ও সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজ নেন সাবেক এই অধিনায়ক। ওই সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবিতে নির্বাচন করার কথা জানান তিনি। বুলবুল বলেন, ‘আমি দেশের প্রয়োজনে ক্রিকেট অঙ্গনে আরও কাজ করতে চাই।’
পরে বিকেলে নির্বাচন প্রসঙ্গে আরেকবার গণমাধ্যমের সামনে বুলবুল বলেন, ‘আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম, প্রাথমিকভাবে বেশ কিছু সাফল্য দেখতে পেয়েছি। আমার এই ট্রিপল সেঞ্চুরির মাধ্যমে যে প্রোগ্রামগুলো চলছে, মনে হয়েছে সেগুলো হাফ-ডান (অর্ধেক) রেখে ফেলে যেতে পারি না। আমি চেষ্টা করব, সবার কাছে আবেদন করব, যেন আমাদের এই কাজগুলো সফল করতে পারি। সে লক্ষ্যে আমি কন্টিনিউ করতে চাই।’
কাজের মাঝপথে দায়িত্ব ছেড়ে গেলে সেসব বিফলে যাওয়ার শঙ্কা থেকেই নিজের পরিকল্পনায় বদল আনার কথা জানালেন বিসিবি সভাপতি, ‘এক নম্বর (কারণ) অবশ্য বাংলাদেশ ক্রিকেটের ভালোবাসা, যেটা পাচ্ছি। দুই নম্বর মনে হয়েছে চালিয়ে যাওয়া এই এই মুহূর্তে জরুরি। না হলে এ সমস্ত কাজগুলো বিফলে চলে যাওয়ার সম্ভাবনা আছে।’
এরই মধ্যে আলোচনা হচ্ছে, বিসিবির আগামী নির্বাচনে লড়াইটা হবে তামিম ইকবাল বনাম বুলবুলের। এ নিয়ে বলেন, ‘আমি এটাকে প্রতিযোগিতা মনে করি না। এটা নির্ভর করছে যারা নির্বাচিত করবে তাদের ওপর। তবে এটা ঠিক, আরা যারা নির্বাচনে আসছে, যেমন ফারুক ভাইয়ের নাম শুনছি, তামিমের নাম শুনছি। তাদের প্রতি শুধু শ্রদ্ধা না, ভালোবাসা এবং সহযোগিতাও থাকবে।’
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0