স্পোর্টস ডেস্ক
ঢাকা: শেষ মুহূর্তের নাটকীয়তায়, নয় জনের দলে পরিণত হওয়া গেতাফেকে ১-০ গোলে হারিয়ে লা লিগার শীর্ষস্থান পুনরুদ্ধার করল রিয়াল মাদ্রিদ। রবিবার (১৯ অক্টোবর) রাতে প্রতিপক্ষের মাঠে অনুষ্ঠিত এই উত্তপ্ত ম্যাচে, রিয়ালের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন কিলিয়ান এমবাপে। এই জয়ের ফলে, চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো জাবি আলানসোরের দল।
ম্যাচের প্রথমার্ধে রিয়াল মাদ্রিদ ৯টি শট নিয়েও গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধেও খেলা যখন সমতায় চলছিল, তখনই ৭ মিনিটের এক ঝড়ে ম্যাচ থেকে ছিটকে যায় গেতাফে।
৭৭তম মিনিটে, বদলি হিসেবে মাঠে নামার মাত্র ৪৪ সেকেন্ডের মাথায়, ভিনিসিয়ুস জুনিয়রকে কনুই দিয়ে সজোরে ধাক্কা মারায়, গেতাফের অ্যালেন নিয়মকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।
১০ জনের দলে পরিণত হওয়ার সুযোগটি কাজে লাগাতে রিয়ালের বেশি সময় লাগেনি। ৮০তম মিনিটে, আরেক বদলি খেলোয়াড় আর্দা গুলারের পাস থেকে গোল করেন কিলিয়ান এমবাপে। এটি ক্লাব ও জাতীয় দল মিলিয়ে টানা ১১ ম্যাচে এমবাপের গোল।
৮৪তম মিনিটে, ভিনিসিয়ুসকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড (ফলে লাল কার্ড) দেখে মাঠ ছাড়েন গেতাফের আরেক খেলোয়াড় অ্যালেক্স সানক্রিস।
নয় জনের দলে পরিণত হওয়ার পর, গেতাফের পক্ষে আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি। এই জয়ের ফলে, ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে উঠে এলো রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে বার্সেলোনা।
বাংলাফ্লো/এফআইআর
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0