স্পোর্টস ডেস্ক
ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী, কানাডা প্রবাসী শমিত সোম ও ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলামের পর এবার বাংলাদেশের ফুটবলে নতুন সংযোজন হতে পারেন ফুলহ্যামে খেলা ফারহান আলী।
ইংলিশ ক্লাব ফুলহ্যামের হয়ে আলো ছড়ানো এই ফুটবলার জানিয়েছেন, তার প্রধান লক্ষ্য এখন ক্লাবের সিনিয়র দলে জায়গা করে নেওয়া। এই লক্ষ্য পূরণের পরই তিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার ব্যাপারে মনোযোগী হবেন।
পুরো নাম ফারহান আলী ওয়াহিদ। ১৮ বছর বয়সি এই ফুটবলার ফুলহ্যামের যুব দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করছেন। মাত্র ১২ বছর বয়সে চেলসি ছেড়ে ফুলহ্যামে যোগ দেওয়া ফারহান এখন ক্লাবের অনূর্ধ্ব-১৮ এবং অনূর্ধ্ব-২১ দলের নিয়মিত মুখ। অসাধারণ গতি, প্রতিপক্ষকে কাটিয়ে যাওয়ার দক্ষতা এবং গোল করার দারুণ ক্ষমতার জন্য তাকে ক্লাবের উজ্জ্বল ভবিষ্যৎ হিসাবে বিবেচনা করা হচ্ছে।
গত মৌসুমে অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ১৭ ম্যাচে সাত গোল করেন তিনি। এছাড়া প্রিমিয়ার লিগ ইন্টারন্যাশনাল কাপে অনূর্ধ্ব-২১ দলের হয়ে অভিষেক ম্যাচেও গোল করার কৃতিত্ব দেখান। ফারহানের এমন অসাধারণ পারফরম্যান্স ক্লাবের নজর এড়ায়নি। সম্প্রতি ফুলহ্যামের সঙ্গে তার প্রথম পেশাদার চুক্তি সই হয়েছে। এটি তার ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ ধাপ।
যদিও ফারহানের পুরো মনোযোগ এখন ব্রিটেনের ক্লাব ক্যারিয়ারে। তবে বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ক এদেশের ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। ইউরোপের শীর্ষ লিগের প্রশিক্ষণ এবং অভিজ্ঞতাসম্পন্ন একজন খেলোয়াড়ের জাতীয় দলে খেলার সম্ভাবনা এক রোমাঞ্চকর ভবিষ্যতের ইঙ্গিত দেয়।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্রে জানা গেছে, ফারহানের পারফরম্যান্সের দিকে দৃষ্টি রাখছেন লাল-সবুজের ফুটবল কর্তারা। এই আশায় যে ভবিষ্যতে কোনো একসময় তিনি জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে পারেন।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0