বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: ফরিদপুরের সংসদীয় আসনের সীমানা পরিবর্তনকে ঘিরে চলমান অবরোধের বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি স্পষ্ট করে বলেন, বিকেলের মধ্যে অবরোধ না উঠলে বল প্রয়োগ করে তা সরিয়ে দেওয়া হবে।
রোববার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সতর্কবার্তা দেন।
উপদেষ্টা বলেন, যারা রাস্তা অবরোধ করে রেখেছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। “তারা লাখ লাখ মানুষকে জিম্মি করে রেখেছে। এটি কোনো অবস্থায় বরদাশত করা হবে না। বিকেলের মধ্যে অবরোধ তুলে নেয়া না হলে বল প্রয়োগের মাধ্যমে তাদেরকে সরিয়ে দেয়া হবে।”
তিনি আরও জানান, কোর কমিটির বৈঠকে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এতে সাম্প্রতিক নির্বাচন, পুলিশের প্রশিক্ষণ, আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি, ছিনতাই ও চুরি-ডাকাতি পরিস্থিতি এবং সীমান্ত ইস্যু আলোচনায় উঠে আসে। পাশাপাশি দুর্গাপূজা ও ফরিদপুরের দুটি ইউনিয়ন ঘিরে উদ্ভূত সমস্যাও আলোচিত হয়।
ফরিদপুরের পরিস্থিতি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ওই দুটি ইউনিয়নকে পুরোনো সংসদীয় আসন থেকে অন্য আসনে স্থানান্তরের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। “সরকার এতে কোনো হস্তক্ষেপ করেনি। কমিশন যুক্তি-তর্ক বিবেচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে। তবে এই পরিবর্তনকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।”
তিনি আরও বলেন, “যদি এলাকাবাসীর সত্যিই আপত্তি থাকে, তাহলে তা যথাযথ চ্যানেলে জানানো উচিত ছিল। কিন্তু সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি করে আন্দোলন বা অবরোধ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই দুই ইউনিয়নের কিছু মানুষের জন্য লাখ লাখ মানুষ কষ্ট পাচ্ছে—এটা মেনে নেওয়া যায় না। আজকের মধ্যেই যদি এই পরিস্থিতির সমাধান না হয়, তাহলে সরকার আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবে।”
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0