স্পোর্টস ডেস্ক
ঢাকা: আগামী মঙ্গলবার দুদলকে দুদেশের দুই মাঠে ভিন্ন দুই প্রতিপক্ষের মোকাবিলা করতে হবে। এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফে আবাহনী ঘরের মাঠে খেলবে কিরগিজ চ্যাম্পিয়ন এফসি মুরাস ইউনাইটেডের বিপক্ষে। আর কাতারের দোহায় কিংসকে খেলতে হবে সিরিয়ার আল-কারামাহর বিপক্ষে। দুই প্রবল প্রতিপক্ষের সঙ্গে মোকাবিলার আগে তারা পরস্পরের মুখোমুখি হয়েছিল কাল কিংস অ্যারেনায়। ৭০ মিনিটের প্রস্তুতি ম্যাচে কিংস জিতেছে ২-১ গোলে।
জোড়া গোল করেছেন ফয়সাল আহমেদ ফাহিম। আর নিজের সাবেক ক্লাবের বিপক্ষে গোল করে আকাশি-হলুদ জার্সিতে অভিষেক হয়েছে শেখ মোরসালিনের।
প্লে-অফে দুই প্রতিপক্ষই কিংস ও আবাহনীর চেয়ে অনেক এগিয়ে। প্লে-অফ পর্ব উতরে বাছাইয়ের গ্রুপপর্বে যাওয়াটা কঠিন। আবাহনী আগেভাগেই প্রস্তুতি শুরু করেছে অভিজ্ঞ কোচ মারুফুল হকের অধীনে। গতবারের লিগ রানার্সআপ দলটি চ্যাম্পিয়ন মোহামেডানের অধিনায়ক সোলেমান দিয়াবাতেকে দলে নিয়ে শক্তি বাড়িয়েছে। পাশাপাশি কিংস থেকে দলে টেনেছে জাতীয় দলের ফরোয়ার্ড মোরসালিন ও বাংলাদেশ পুলিশের স্ট্রাইকার আল আমিনকে।
একটু দেরিতে দলবদল প্রক্রিয়া শুরু করলেও কিংসও পিছিয়ে নেই। ব্রাজিল যুবদলের সাবেক কোচ সার্জিও ফারিয়াসকে দায়িত্ব দিয়েছে শীর্ষ ফুটবলে আবির্ভাবে টানা পাঁচ লিগ শিরোপাজয়ী দলটি। এছাড়া ব্রাজিলিয়ান স্ট্রাইকার দরিয়েলতন গোমেজকে ফেরানোর পাশাপাশি আবাহনীর পরীক্ষিত ফরোয়ার্ড রাফায়েল আগুস্তো ও অধিনায়ক মোহাম্মদ হৃদয়কে দলে টেনেছে ক্লাবটি।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0