রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

নেপালে জেল পালানো এক বাংলাদেশিসহ ৬০ জন ভারতে আটক

আটক ব্যক্তিদের মধ্যে একজন বাংলাদেশি রয়েছেন বলে জানিয়েছে এসএসবি।

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: নেপাল সীমান্ত হয়ে ভারতে প্রবেশের সময় ৬০ জনকে আটক করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (এসএসবি)। আটক ব্যক্তিদের মধ্যে একজন বাংলাদেশি রয়েছেন বলে জানিয়েছে এসএসবি।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসএসবি জানায়, ওই বাংলাদেশির নাম আব্দুল হাসান থালি। তিনি স্বর্ণ পাচারের মামলায় পাঁচ বছর কাঠমান্ডুর কারাগারে বন্দি ছিলেন। পরে তাঁকে বিহারের হরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসএসবির দাবি, আটক হওয়ার পর হাসান থালি নিজেকে বাংলাদেশি হিসেবে পরিচয় দেন। গত বুধবার দুপুরে বিহারের মতিহারি জেলায় ভারত-নেপাল সীমান্ত এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

মতিহারি জেলা পুলিশ সূত্রে জানা গেছে, আকাশপথে নেপাল থেকে বাংলাদেশে ফেরার সুযোগ না থাকায় হাসান থালি স্থলপথে ভারত-নেপাল উন্মুক্ত সীমান্ত দিয়ে বিহারে প্রবেশের চেষ্টা করেন। সে সময় সীমান্তরক্ষী বাহিনীর টহল দল তাঁকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাসান জানিয়েছেন, তাঁর পরিকল্পনা ছিল ভারত হয়ে বাংলাদেশে ফেরার।

এদিকে নেপালে রাজনৈতিক অস্থিরতার কারণে সম্প্রতি অনেক বন্দি কারাগার থেকে পালিয়েছে। এ পরিস্থিতিতে সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। কর্মকর্তাদের ভাষায়, সন্দেহভাজনদের বিশেষ নজরদারিতে রাখা হচ্ছে।

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0