জেলা প্রতিনিধি
চট্টগ্রাম: মীরসরাইয়ে পুলিশের অভিযানে সাড়ে ১১ হাজার ইয়াবাসহ তৃতীয় লিঙ্গের ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১৩ জুলাই) মীরসরাই থানা পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলা সদরের প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে যাত্রীবাহী বাস শ্যামলী পরিবহনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলা সদরের প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে রবিবার বিকালে মীরসরাই থানার উদ্যোগে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন পরিবহনে অভিযান চালানো হয়।এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস শ্যামলী পরিবহনে (ঢাকা মেট্টো-ব ১৫-০৬৭৫) অভিযান চালানোর সময় বাস থেকে ৬ জন তৃতীয় লিঙ্গের ব্যক্তি নেমে চলে যাওয়ার চেষ্টাকালে তাদের আটক করা হয়। পরে নারী পুলিশ দিয়ে তাদের তল্লাশিকালে শরীরে কোমরের সঙ্গে স্কচটেপ দিয়ে বাঁধা অবস্থায় ৫ জনের কাছ থেকে ২ হাজার করে ১০ হাজার এবং অপর ১ জনের সঙ্গে একই কৌশলে কোমরে বাঁধা অবস্থায় দেড় হাজারসহ সর্বমোট সাড়ে ১১ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে সাড়ে ১১ হাজার ইয়াবা ট্যাবলেটসহ ৬ জন তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের নাম, ঠিকানা জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই চলমান রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বাংলাফ্লো/এসকে
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0