এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: প্রেক্ষাগৃহ এবং ওটিটি প্ল্যাটফর্মে ঝড় তোলার পর, এবার ইউটিউবেও দাপট দেখাচ্ছে সুপারস্টার শাকিব খান অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘তুফান’। সম্প্রতি সিনেমাটির হিন্দি ডাবিং সংস্করণ ভারতের প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ)-এর হিন্দি ইউটিউব চ্যানেল ‘এসভিএফ ভারত’-এ প্রকাশ করা হয়েছে। আর প্রকাশের মাত্র ৮ দিনের মধ্যেই এটি প্রায় ৬ মিলিয়ন (৬০ লাখ) ভিউ অর্জন করে এক নতুন মাইলফলক স্থাপন করেছে।
এত অল্প সময়ে এত ভিউ পাওয়াটা ‘এসভিএফ ভারত’ চ্যানেলের জন্যও এক বড় সাফল্য। এমনকি টালিউডের জনপ্রিয় নায়ক দেবের ‘আমাজন অভিযান’ বা জিতের ‘জোশ’-এর মতো সিনেমাও হিন্দিভাষী দর্শকদের মাঝে এতটা সাড়া ফেলতে পারেনি, যতটা ‘তুফান’ ফেলেছে।
ভিডিওর মন্তব্য ঘরে উপচে পড়ছে হিন্দিভাষী দর্শকদের প্রশংসা।
একজন লিখেছেন, “এ যেন কোনো সাউথ বা বলিউড সিনেমা দেখলাম।”
আরেকজন লিখেছেন, “ভারত থেকে বলছি, অসাধারণ সিনেমা।”
এক নেটিজেনের মন্তব্য— “তুফান এখন আন্তর্জাতিক পর্যায়ের সিনেমা, শাকিব এখন গ্লোবাল স্টার।”
দর্শকরা সিনেমার জনপ্রিয় গান ‘দুষ্টু কোকিল’-এর হিন্দি রিমেক এবং ডাবিং-এর মানেরও ভূয়সী প্রশংসা করেছেন।
‘তুফান’-এর এই বিপুল জনপ্রিয়তার পর, হিন্দিভাষী দর্শকরা শাকিব খানের সাম্প্রতিক অন্যান্য হিট সিনেমা, যেমন ‘বরবাদ’ এবং ‘তাণ্ডব’-কেও হিন্দিতে ডাব করার জন্য জোরালো দাবি জানাচ্ছেন।
সব মিলিয়ে, ‘তুফান’-এর এই ডিজিটাল সাফল্য প্রমাণ করে, শাকিব খানের জনপ্রিয়তা এখন আর শুধু বাংলা ভাষাভাষী দর্শকদের মধ্যেই সীমাবদ্ধ নেই,বাংলাদেশি হয়েও তিনি ধীরে ধীরে একজন সত্যিকারের প্যান-ইন্ডিয়ান তারকার মত হয়ে উঠছেন।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0