বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

সীমান্তে দেশীয় অস্ত্র মাদকসহ ৩ রোহিঙ্গা আটক

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধীন রেজুপাড়া বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।

ছবি : সংগৃহীত

জেলা প্রতিনিধি

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অভিযানে ৩৪ হাজার ইয়াবা, একটি রামদাসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২২ জুন) রাত সাড়ে ৯টায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধীন রেজুপাড়া বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।

আটকরা হলেন—মো. মাহমুদুল হাসান (২৩), মো. হাকিম (১৮) ও মো. শফি আলম (৩০)। তারা উখিয়ার এফডিএমএন ক্যাম্প-১-এর ব্লক-ডি এলাকার বাসিন্দা।

সোমবার (২৩ জুন) বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিয়ানমার সীমান্ত পেরিয়ে তিন ব্যক্তি ব্যাগসহ আসছিলেন। বিজিবির টহল দল তাদের চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে আটক করা হয় এবং তাদের ব্যাগে তল্লাশি চালিয়ে ৩৪ হাজার পিস ইয়াবা ও একটি রামদা উদ্ধার করা হয়।

৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. খায়রুল আলম (পিএসসি) বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মাদক থেকে রক্ষা করতে বিজিবি নিরলসভাবে কাজ করছে। এই অভিযান তারই অংশ।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা শেষে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে বিজিবির সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0