বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: আগামী ২৯শে এপ্রিল বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হবে। হজ শেষে ১০ জুন থেকে ফিরতি ফ্লাইটে হজযাত্রীরা দেশে ফিরতে শুরু করবেন। এ বছর বাংলাদেশ থেকে সরকারি মাধ্যমে ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি মাধ্যমে ৮১ হাজার ৯০০ জনের হজ পালন করার কথা রয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
ধর্ম উপদেষ্টা বলেন, এখনও বেসরকারি মাধ্যমের ১০ হাজার ৪৮৭ হজযাত্রীকে নিয়ে শঙ্কা আছে। অনলাইন প্ল্যাটফর্মে বাড়িভাড়ার অনুরোধ দাখিল এবং সে অনুরোধ অনুমোদন না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ক্ষেত্রে আশঙ্কা আছে।
তিনি বলেন, কোনো এজেন্সির অবহেলা বা গাফলতির কারণে কেউ যদি হজ করতে না পারেন সে দায় সংশ্লিষ্ট এজেন্সিকে নিতে হবে, এর দায় কোনোভাবেই ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বহন করবে না।
বাংলাফ্লো/এসবি
Comments 0