বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যালয় ল্যাবে আগুনে ২৫ শিক্ষার্থী আহত

দ্রুত আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনায় কেউ দগ্ধ হয়নি, তবে আতঙ্কে পালাতে গিয়ে অন্তত ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছে।

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া শহরের ঐতিহ্যবাহী নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান ল্যাবরেটরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। যদিও দ্রুত আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনায় কেউ দগ্ধ হয়নি, তবে আতঙ্কে পালাতে গিয়ে অন্তত ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্কুল কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী বিজ্ঞানের প্র্যাকটিক্যাল ক্লাসে হট গ্লুগান ব্যবহারের সময় পানি ভেবে ভুল করে পেট্রোল ব্যবহার করে। এতে হঠাৎ ল্যাবরেটরিতে আগুন ধরে যায়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়লেও স্কুলের শিক্ষক ও কর্মচারীরা দ্রুত ব্যবস্থা নেওয়ায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে হঠাৎ আগুন দেখে শিক্ষার্থীদের মধ্যে ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে একসঙ্গে তিনতলা ভবনের বারান্দা দিয়ে নামতে গিয়ে আহত হয়। এ সময় ভাঙে একটি রেলিংও। আহতদের মধ্যে বেশ কয়েকজন মাটিতে পড়ে যায় এবং কেউ কেউ দৌড়ে পালাতে গিয়ে আঘাত পায়।

আহত শিক্ষার্থীদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. সামিউল হুদা জানান, প্রায় ২৫ জন শিক্ষার্থীকে চিকিৎসা দেওয়া হয়েছে। কারো আঘাত গুরুতর নয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল হক বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গেই দ্রুত তা নিয়ন্ত্রণে আনা হয়। কোনো শিক্ষার্থী দগ্ধ হয়নি বা বিদ্যালয়ে আটকা পড়েনি। আমরা সঙ্গে সঙ্গে সব ধরনের পদক্ষেপ নিয়েছি।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, আতঙ্কে শিক্ষার্থীরা হুড়োহুড়ি করে নিচে নামতে গিয়ে বেশ কয়েকজন আহত হয়। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

এ ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা এবং সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

বাংলাফ্লো/সিএস

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0