Logo

রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনে নিহত ২২

রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে অন্তত ২২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৬ জন কয়েদি ও এক অন্তঃস্বত্ত্বা নারী রয়েছেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও আঞ্চলিক কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ঢাকাঃ রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে অন্তত ২২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৬ জন কয়েদি ও এক অন্তঃস্বত্ত্বা নারী রয়েছেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও আঞ্চলিক কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার (২৯ জুলাই) রাতে এ হামলা চালানো হয়। এর একদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে ইউক্রেনের যুদ্ধবিরতিতে ১০ থেকে ১২ দিনের নতুন সময়সীমা দিয়েছিলেন। এর মধ্যে শান্তিচুক্তি না হলে নতুন কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকি দেন তিনি। গত সপ্তাহে তিনি ৫০ দিনের আল্টিমেটাম দিয়েছিলেন।

জাপোরিজ্জিয়া অঞ্চলের সামরিক প্রশাসক ইভান ফেদোরভ মঙ্গলবার বলেন, রাশিয়া এক রাতেই আটটি বিমান হামলা চালিয়েছে। এতে জাপোরিজ্জিয়া শহরের কাছে একটি কারাগার ক্ষতিগ্রস্ত হয়। এক্স (টুইটার)-এ ইংরেজিতে পোস্ট করে ফেদোরভ বলেন, রাশিয়া রাতে জাপোরিজ্জিয়ার একটি কারাগারে বোমা হামলা চালায়। এতে ১৬ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। বেসামরিক লোকজন আবারও ভুক্তভোগী। এটা যুদ্ধাপরাধ।

জেলেনস্কি মঙ্গলবার নিহতের সংখ্যা ২২ জন বলে জানান। তিনি বলেন, মধ্যাঞ্চলের দ্নিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের কামিয়ানস্কে শহরে একটি হাসপাতালে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন অন্তঃস্বত্ত্বা নারী রয়েছেন।

দ্নিপ্রোপেত্রোভস্কের সামরিক প্রশাসক সার্হি লিসাক বলেন, সিনেলনিকোভে জেলায় এক ব্যক্তি নিহত ও কয়েকজন আহত হয়েছেন।

ওডেসা অঞ্চলের ভেলিকা মিখাইলিভকা গ্রামে সোমবার রাতে আরেকটি হামলায় ৭৫ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। এ ছাড়া ৬৮ বছর বয়সী এক ব্যক্তি আহত হয়েছেন। একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে টেলিগ্রামে লিসাক জানিয়েছেন।

এ ঘটনার প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির শীর্ষ সহকারী আন্দ্রি ইয়ারমাক সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শাসনব্যবস্থা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও হুমকি দিচ্ছে। এ অবস্থায় অর্থনৈতিক ও সামরিক শক্তিহীন করে দেওয়া উচিত, যাতে তারা আর যুদ্ধ চালাতে না পারে।’

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়া রাতে ৩৭টি ড্রোন ও দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর মধ্যে ৩২টি ড্রোন বিধ্বস্ত করেছে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।

অন্যদিকে রাশিয়ার দক্ষিণের রোস্তভ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা রাতে মোট ৭৪টি ড্রোন ধ্বংস করেছে। এর মধ্যে ২২টি রোস্তভ অঞ্চলে ভূপাতিত হয়েছে।

রোস্তভ অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর ইউরি স্লিউসার টেলিগ্রামে জানান, ওস্ত্রোভস্কি স্ট্রিটে একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ভাগ্যবশত গাড়ির চালক নিহত হয়েছেন। সালস্ক, কামেনস্ক-শাখতিনস্কি, ভোলগোডনস্ক, বোকোভস্কি, তারাসোভস্কি ও স্লিউসারসহ বেশ কয়েকটি স্থান লক্ষ্য করে হামলা চালানো হয়।

স্লিউসার আরও বলেন, সালস্ক রেলস্টেশনে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে একটি মালবাহী ও যাত্রীবাহী ট্রেন ক্ষতিগ্রস্ত হয়েছে। যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। রাশিয়ার রেলওয়ে টেলিগ্রামে জানিয়েছে, স্টেশনে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

দুই পক্ষই দাবি করে আসছে যে তারা বেসামরিক লোকজনকে লক্ষ্য করে হামলা করে না। তবে এ যুদ্ধে হাজার হাজার বেসামরিক লোক নিহত হয়েছেন, যাদের বেশির ভাগই ইউক্রেনীয়।

২০২২ সালের আক্রমণের পর থেকে পূর্ব ফ্রন্টের বেশির ভাগ এলাকা নিরাপদ থাকলেও গত কয়েক সপ্তাহে রাশিয়া সেখানে নতুন করে অগ্রসর হয়েছে। গত সপ্তাহান্তে রাশিয়ার সেনাবাহিনী দাবি করেছে, তারা দ্নিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের মালিয়েভকা দখল করেছে। তবে ইউক্রেন এ দাবি প্রত্যাখ্যান করেছে।

তথ্যসূত্রঃ আল জাজিরা

বাংলাফ্লো/এফএ

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0