আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে ফ্রান্স ও আরো ১৪টি পশ্চিমা দেশ। জাতিসংঘের সদর দপ্তর নিউইয়র্কে আয়োজিত একটি সম্মেলনের পর দুই-রাষ্ট্র ভিত্তিক সমাধান পুনরুজ্জীবনের লক্ষ্যে এই আহ্বান জানানো হয়।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে লেখেন, ‘নিউইয়র্কে আমরা ১৪টি দেশের সঙ্গে একত্রে একটি যৌথ আহ্বান জানিয়েছি। আমরা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আমাদের ইচ্ছা প্রকাশ করছি এবং যারা এখনো তা করেনি, তাদের এই উদ্যোগে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।
এই সম্মেলনের মূল লক্ষ্য ছিল ইসরায়েল-ফিলিস্তিন সংকটের দীর্ঘস্থায়ী শান্তিপূর্ণ সমাধানের পথ খোঁজা, যেখানে দুটি রাষ্ট্র পারস্পরিক সহাবস্থান নিশ্চিত করতে পারে। বিশ্লেষকরা বলছেন, ফ্রান্স ও ইউরোপীয় দেশগুলোর এই পদক্ষেপ আন্তর্জাতিক কূটনৈতিক মঞ্চে ফিলিস্তিন ইস্যুতে নতুন গতি সঞ্চার করতে পারে।
এদিকে গাজায় ইসরায়েলের যুদ্ধ না থামালে আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার (২৯ জুলাই) নিজের মন্ত্রিপরিষদের সঙ্গে জরুরি বৈঠক শেষে এ ঘোষণা দেন তিনি।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ইসরায়েলি সরকার যদি গাজার ভয়াবহ পরিস্থিতি নিরসনে কার্যকর পদক্ষেপ না নেয় এবং যুদ্ধবিরতি চুক্তি না করে, পশ্চিম তীরকে অধিগ্রহণ করা হবে না- এমন নিশ্চয়তা না দেয় এবং দ্বিরাষ্ট্র গঠনে দীর্ঘ শান্তি প্রক্রিয়ার প্রতিশ্রুতি না দেয়, তাহলে এই স্বীকৃতি কার্যকর হবে। তিনি আরো বলেন, স্বাধীন ফিলিস্তিনের পাশে একটি নিরাপদ ইসরায়েল রাষ্ট্র নিশ্চিত করা আমাদের লক্ষ্য।
সূত্র : এএফপি
বাংলাফ্লো/এফএ
Comments 0