Logo

রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, একাধিক দেশে সুনামি সতর্কতা

রাশিয়ার উপকূলে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৮ দশমিক ৭। ভূমিকম্পের পরপরই একাধিক দেশ সুনামি সতর্কতা জারি করেছে। এটি গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রতীকী ছবি

আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা:রাশিয়ার উপকূলে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৮ দশমিক ৭। ভূমিকম্পের পরপরই একাধিক দেশ সুনামি সতর্কতা জারি করেছে। এটি গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে বিবেচিত হচ্ছে।

এই ভূমিকম্পের পর জাপানও তাদের পূর্ব উপকূলে সুনামি সতর্কতা ঘোষণা করেছে। আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার (৩০ জুলাই) রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা অঞ্চলে এই কম্পন অনুভূত হয়।

সংবাদমাধ্যমটি জানায়, রাশিয়ার উপকূলীয় এলাকায় ভূমিকম্পের পর সুনামির আশঙ্কায় বিভিন্ন দেশ সতর্কতা জারি করেছে। কামচাটকা উপদ্বীপে প্রায় চার মিটার উচ্চতার ঢেউ দেখা গেছে।

জাপান ও যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলজুড়ে বড় ঢেউয়ের আশঙ্কায় জনগণকে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে তাইওয়ানও তাদের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সুনামি সতর্কতা দিয়েছে।

রাশিয়ার কামচাটকা অঞ্চলের গভর্নর ভ্লাদিমির সলোডভ এক ভিডিও বার্তায় জানিয়েছেন, এটি “গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প”।

এদিকে যুক্তরাষ্ট্রের হনলুলু জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানায়, বিধ্বংসী সুনামির সম্ভাবনা রয়েছে এবং কিছু উপকূলীয় অঞ্চল থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে।

জাপানের কর্মকর্তারা জানিয়েছেন, তাদের উপকূলে তিন মিটার পর্যন্ত উঁচু ঢেউ আঘাত হানতে পারে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কি থেকে ১৩৬ কিলোমিটার পূর্বে।

একই দিনে রাশিয়ার ওই অঞ্চলের পেট্রোপাভলোভস্ক ও ভিলিউচিনস্ক শহরের দক্ষিণ-পূর্বে আরও দুটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে, যেগুলোর মাত্রা ছিল যথাক্রমে ৬.৯ ও ৬.৩।

ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয়ের সুনামি গবেষক রবার্ট ওয়েইস বলেন, “এই ভূমিকম্প নিয়ে উদ্বিগ্ন হওয়াটাই সঠিক সিদ্ধান্ত। পরিস্থিতি যথেষ্ট গুরুতর।”

জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, দেশটির পূর্ব উপকূলের অধিকাংশ অঞ্চলে সুনামির সতর্কতা দেওয়া হয়েছে। হোক্কাইডোর উত্তর উপকূলে স্থানীয় সময় সকাল ১০টা থেকে তিন মিটার পর্যন্ত ঢেউ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এবং সেটি ধীরে ধীরে দক্ষিণ দিকে অগ্রসর হতে পারে। জনগণকে উপকূলীয় এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।


বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0