রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫

ইনিংসের প্রথম দুই বলে ২ ওপেনার আউট, ১৪৮ বছরের ক্রিকেট ইতিহাসে প্রথম

১৮৭৭ সালে আন্তর্জাতিক টেস্ট শুরু হয়। সে হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট খেলা হচ্ছে ১৪৮ বছর ধরে।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: ক্রিকেটে কতরকম ব্যতিক্রম ঘটনাই তো দেখা যায়। তবে সম্প্রতি যে ঘটনা ঘটেছে, তা আন্তর্জাতিক ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসেই কখনো দেখা যায়নি। আর সেটি হচ্ছে, ইনিংসের প্রথম দুই বলে আউট হয়েছেন দুই ওপেনার! কানাডা বনাম স্কটল্যান্ডের ওয়ানডে ম্যাচে এমনই ঘটেছে। আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে এমন ঘটনা দ্বিতীয়টি নেই।

১৮৭৭ সালে আন্তর্জাতিক টেস্ট শুরু হয়। সে হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট খেলা হচ্ছে ১৪৮ বছর ধরে। টেস্ট, ওয়ানডে ম্যাচ এবং আন্তর্জাতিক টি-টোয়েন্টি মিলিয়ে কখনও ইনিংসের প্রথম ২ বলে কোনো দলের দুই ওপেনার আউট হননি। আইসিসি ওয়ানডে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ঘটেছে মূল ঘটনা।

কানাডার বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন স্কটল্যান্ডের অধিনায়ক রিচি বেরিংটন। প্রথম ওভার করতে ডাকেন ফাস্ট বোলার ব্র্যাড ক্যারিকে। তার প্রথম বলেই খোঁচা দিয়ে স্লিপে মার্ক ওয়াটের হাতে ক্যাচ দেন কানাডার ওপেনার আলি নাদিম। তিন নম্বরে ব্যাট করতে নামেন পারগত সিংহ। কারির দ্বিতীয় বল স্ট্রেট ড্রাইভ করেন পারগত। আটকানোর চেষ্টা করেন ক্যারি।

২২ গজের নন স্ট্রাইকার প্রান্তে থাকা অন্য ওপেনার যুবরাজ শর্মা রান নেওয়ার জন্য ক্রিজের বাইরে বেরিয়ে গিয়েছিলেন। সে সময় বল ক্যারির হাতে লেগে উইকেট ভেঙে দেয়। পারগত ছিলেন ক্রিজের ভিতর। ফলে রান আউট হয়ে যান আরেক ওপেনার যুবরাজ। এভাবে পর পর দুই বলে আউট হয়ে যান দুই ওপেনারই।

ম্যাচে দাপট ছিল স্কটল্যান্ডেরই। এক সময় ১৮ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল কানাডা। যদিও তারা শেষ পর্যন্ত ৪৮.১ ওভারে ১৮৪ রান করে তারা। জবাবে ৪১.৫ ওভারে ৩ উইকেটে ১৮৭ রান তুলে ম্যাচ জিতে নেয় স্কটিশরা।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0