স্পোর্টস ডেস্ক
ঢাকা: ভেনেজুয়েলার বিপক্ষে সহজ জয় পাওয়ার পর আবারও অনুশীলনে ফিরেছে আর্জেন্টিনা জাতীয় দল। আগামী বুধবার (১০ সেপ্টেম্বর) বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হবে লিওনেল স্ক্যালোনির দল। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলে দেখা যাবে বেশ কিছু পরিবর্তন।
দলে থাকছেন না অধিনায়ক লিওনেল মেসি ও রক্ষণভাগের অন্যতম স্তম্ভ ক্রিস্টিয়ান রোমেরো। মেসিকে বিশ্রামে রাখা হয়েছে, আর রোমেরো ভেনেজুয়েলার বিপক্ষে হলুদ কার্ড পাওয়ায় নিষেধাজ্ঞায় পড়েছেন। এই দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অনুপস্থিতিতে বেঞ্চ শক্তি যাচাই করতে পারেন কোচ স্ক্যালোনি।
রোমেরোর জায়গায় খেলতে পারেন লিওনার্দো বালেরদি। মার্শেইয়ের হয়ে দারুণ ফর্মে থাকা এই ডিফেন্ডার জুনে চিলির বিপক্ষে নজরকাড়া পারফরম্যান্স দিয়ে জাতীয় দলে নিজের অবস্থান মজবুত করার চেষ্টা করছেন। তাই ইকুয়েডরের বিপক্ষে একাদশে তার জায়গা পাওয়া অনেকটাই নিশ্চিত।
লাউতারো মার্টিনেজের একাদশে ফেরা প্রায় নিশ্চিত। ভেনেজুয়েলার বিপক্ষে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমেই প্রথম স্পর্শে গোল করেছিলেন ইন্টার মিলানের এই ফরোয়ার্ড। তার সঙ্গে আক্রমণে থাকবেন হুলিয়ান আলভারেজ না কি স্ক্যালোনি একক স্ট্রাইকারে ভরসা রাখবেন, সেটাই এখন দেখার বিষয়।
নতুন মৌসুমে দুর্দান্ত শুরু করা নিকোলাস গঞ্জালেসও স্ক্যালোনির পছন্দের তালিকায় থাকায় শুরুর একাদশে থাকতে পারেন। মেসির অনুপস্থিতিতে আক্রমণভাগে বিকল্প খুঁজতে হচ্ছে কোচকে।
লিভারপুল মিডফিল্ডার আলেক্সিস ম্যাকঅ্যালিস্টার ভেনেজুয়েলার বিপক্ষে এক মিনিটও মাঠে নামেননি। ইংল্যান্ড থেকে দলের সঙ্গে দেরিতে যোগ দেওয়া এবং চোট থেকে সদ্য ফেরার কারণে তাকে ঝুঁকি নেননি স্ক্যালোনি। তবে ইকুয়েডরের বিপক্ষে তাকে শুরুর একাদশে দেখা যেতে পারে।
অন্যদিকে, তরুণ ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো ভেনেজুয়েলার বিপক্ষে নিকোলাস পাজের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করলেও মেসি না থাকায় তাকে শুরুর একাদশে না রাখার সম্ভাবনাও রয়েছে।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0