সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

শ্রীলঙ্কার পার্বত্য অঞ্চলে বাস খাদে পড়ে ১৫ নিহত

নিহতদের মধ্যে পাঁচ শিশু রয়েছে, পুলিশ জানিয়েছে।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো ডেস্ক

ঢাকা: শ্রীলঙ্কার একটি পার্বত্য অঞ্চলে যাত্রীবাহী বাস এক হাজার ফুট গভীর খাদে পড়ে অন্তত ১৫ জন নিহত ও ১৬ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে পাঁচ শিশু রয়েছে, পুলিশ জানিয়েছে।

পুলিশের মুখপাত্র ফ্রেডরিক উটলার জানান, বৃহস্পতিবার রাতের দুর্ঘটনাটি রাজধানী কলম্বো থেকে প্রায় ২৮০ কিলোমিটার (১৭৪ মাইল) পূর্বে ওয়েলাওয়ায়া শহরের কাছে ঘটে। বাসটি প্রায় এক হাজার ফুট গভীর খাদে পড়ে যায়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, বাস চালক অতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছিলেন। এসময় আরেকটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগার ফলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে পাহাড় থেকে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন।

স্থানীয় টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, খাদে পড়ে থাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বাসটি সরাতে সেনারা উদ্ধারকাজ চালাচ্ছে।

শ্রীলঙ্কার পাহাড়ি অঞ্চলে প্রায়ই প্রাণঘাতী বাস দুর্ঘটনা ঘটে। বেপরোয়া গাড়ি চালানো, যানবাহনের দুর্বল রক্ষণাবেক্ষণ এবং সরু পাহাড়ি সড়ক এসব দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে ধরা হয়।

সূত্র: এএফপি

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0