বাংলাফ্লো প্রতিনিধি,
ঢাকা: রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের চলমান বিশেষ অভিযানে বৃহস্পতিবার (৩১ জুলাই) একদিনেই ১ হাজার ২৬১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে ৭৪৯ জন বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি এবং ৫১২ জন অন্যান্য অপরাধে জড়িত।
শুক্রবার (১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একযোগে পরিচালিত এ অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১৫ রাউন্ড গুলি এবং ১০টি ককটেল উদ্ধার করা হয়েছে।
পুলিশ সদর দফতর জানিয়েছে, বৃহস্পতিবার (৩১ জুলাই) দেশব্যাপী অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0