বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

মাগুরায় যাত্রীবাহী বাস ও ভ্যানের সংঘর্ষে নিহত ১ আহত ১৫ জন

রোববার (১৩ জুলাই) সকালে মাগুরা সদর উপজেলার আলমখালী রামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি,

মাগুরা: মাগুরা-ঝিনাইদহ মহাসড়কে বাস ও ব্যাটারী চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও অন্তত আরও ১৫ জন আহত হয়েছেন।

রোববার (১৩ জুলাই) সকালে মাগুরা সদর উপজেলার আলমখালী রামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই ভ্যানচালক মাগুরা সদর উপজেলার গৌরিচরণপুর গ্রামের আউয়াল মোল্যার ছেলে সাগর হোসেন (২৫) মারা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাগুরার আলমখালী বাজার থেকে যাত্রী নিয়ে একটি ভ্যান ঝিনাইদহ জেলার হাটগোপালপুর বাজারের দিকে যাচ্ছিলো। পথে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের রামনগর ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস যাত্রীবাহী ভ্যানটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের খাদে উল্টে যায়।

খবর পেয়ে মাগুরা ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করে।

হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়কের গর্ত এড়িয়ে ভ্যানটি রাস্তার মাঝে চলে আসায় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0