বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫

স্টারলিংকের প্রতিদ্বন্দ্বী প্রজেক্ট কুইপার

এর লক্ষ্য পৃথিবীর প্রত্যন্ত ও অনুন্নত এলাকায় উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দেওয়া।

ছবিঃ সংগৃহীত

বাংলাফ্লো ডেস্ক

ঢাকা: অ্যামাজনের বহু আলোচিত এবং প্রতীক্ষিত ‘প্রজেক্ট কুইপার’ মহাকাশে তার প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল। সোমবার (২৮ এপ্রিল) স্থানীয় সময় অনুযায়ী সকালে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্সের (ULA) অ্যাটলাস V রকেটের মাধ্যমে ২৭টি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়।

প্রজেক্ট কুইপার কী?

প্রজেক্ট কুইপার হলো অ্যামাজনের মহাকাশ-ভিত্তিক ব্রডব্যান্ড ইন্টারনেট প্রকল্প। এর লক্ষ্য পৃথিবীর প্রত্যন্ত ও অনুন্নত এলাকায় উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দেওয়া। অ্যামাজন এই প্রকল্পে মোট ৩,২৩৬টি স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা করেছে, যেগুলো পৃথিবীর নিম্ন-কক্ষপথে (LEO) ঘুরবে।

এই প্রকল্পের মাধ্যমে অ্যামাজন সরাসরি ইলন মাস্কের স্পেসএক্স পরিচালিত স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবার সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে। স্টারলিংক ইতোমধ্যে ৫,০০০-এরও বেশি স্যাটেলাইট মহাকাশে পাঠিয়ে বৈশ্বিক পরিষেবা প্রদান করছে। তবে অ্যামাজনের দাবি, তারা আরও উন্নত প্রযুক্তি ও বিশ্বস্ত কাঠামো নিয়ে আসছে।

বাণিজ্যিক পরিকল্পনা ও ভবিষ্যৎ সম্ভাবনা

প্রজেক্ট কুইপারের পূর্ণ কার্যক্রম ২০২৬ সালের মধ্যে শুরু হবে বলে আশা করা হচ্ছে। অ্যামাজন এই প্রকল্পে ১০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি বিনিয়োগ করেছে। প্রতিষ্ঠানটি বলছে, স্কুল, হাসপাতাল, ছোট ব্যবসা ও সরকারগুলোকে সাশ্রয়ী ইন্টারনেট সেবা দিতেই এই উদ্যোগ।

প্রযুক্তিগত দিক

এই স্যাটেলাইটগুলো স্বয়ংক্রিয়ভাবে ডেটা ট্রান্সমিশন, কভারেজ ব্যালেন্স ও ভিন্ন ব্যান্ডউইথের সঙ্গে কাজ করতে সক্ষম। প্রাথমিকভাবে উত্তর ও দক্ষিণ আমেরিকা, আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার নির্জন অঞ্চলগুলোতে সেবা পৌঁছানোর পরিকল্পনা রয়েছে। বিশ্লেষকরা বলছেন, প্রজেক্ট কুইপারের সফল বাস্তবায়ন বিশ্ব ইন্টারনেট খাতে একটি বড় পরিবর্তন আনতে পারে। একইসঙ্গে, এটি মহাকাশ প্রযুক্তিতে অ্যামাজনের অবস্থান আরও শক্ত করবে।

বাংলাফ্লো/আফি

Leave a Comment

Comments 0