বাংলা ফ্লো প্রতিবেদক
ঢাকা: তিস্তা প্রকল্প নিয়ে ভারত ও চীন উভয়ের সঙ্গেই কাজ করা সম্ভব বলে মনে করছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
মঙ্গলবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিংয়ে তিস্তা প্রকল্প নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা ঝট করে কোনো কিছু প্রত্যাশা করছি না যে কালকেই কেউ তিস্তা সমস্যার সমাধান করে দেবে। চীনেরসঙ্গে আমাদের একটি আমব্রেলা চুক্তি আছে নদীর পানি নিয়ে। নদীর পানি একটি গুরুত্বপূর্ণ বিষয় সবার জন্য এবং আমাদের জন্য বিশেষ করে। আমরা ওপেন আছি।
তিনি বলেন, ভারতের সঙ্গেও সহযোগিতা সম্ভব, চীনের সঙ্গেও সম্ভব। কোনোটাতেই বাধা নেই। আমরা দেখবো যে কোন প্রজেক্টে কোথা থেকে সহায়তা নিলে আমাদের সুবিধা হবে। সে অনুযায়ী ওয়াটার রিসোর্স মিনিস্ট্রি কাজ করবে।
প্রধান উপদেষ্টার সাম্প্রতিক চীনের সফর 'খুব কার্যকর ছিল' এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এটা 'পজিটিভ ইমপেক্ট' তৈরি করেছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা।
এছাড়া ব্যাংককে বিমসটেকের সদস্য প্রায় সবার সাথেই আলাদা করে বৈঠক হয়েছে বলেও জানান তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হয়েছে। এই সরকারের দায়িত্ব নেওয়ার পর এটাই সর্বোচ্চ পর্যায়ের প্রথম সাক্ষাৎ ছিল। আমার কাছে মনে হয়েছে একটা পজিটিভ অ্যাটমসফিয়ারেই সাক্ষাৎটা হয়েছে। দুই পক্ষই দিপাক্ষিক সম্পর্ক ভালো করার ও ভালো রাখার ওপর সায় দিয়েছে।
তিনি বলেন, আমরা এটাও বিভিন্ন সময় বলেছি যে সম্পর্কের উন্নয়ন করতে গেলে আপত্তিকর কথাবার্তা কোনো পক্ষ থেকে না বলাই ভালো।
তিনি আরও বলেন, নির্বাচনের কথা অনেকেই জানতে চান। যেসব দেশে গণতন্ত্রের চর্চা নেই তারাও অনেক সময় জানতে চায়। তারা জানতে চাইতেই পারেন যে কী রকম পরিস্থিতি হবে, কখন নতুন সরকার আসবে। একটা ইনভেস্টমেন্টের (বিনিয়োগ) প্রশ্ন আছে। নিজেদের স্বার্থে তারা জানতে চাইতে পারেন। আমরা এটাকে সেভাবেই দেখি।
বাংলাফ্লো/এসবি
Comments 0