বাংলা ফ্লো ডেস্ক
ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে নতুন আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার হোয়াইট হাউজের রোজ গার্ডেনে আয়োজিত ‘লিবারেশন ডে’ অনুষ্ঠানে ট্রাম্প তাঁর দেশে আমদানিকৃত সকল পণ্যের ওপর সার্বজনীন ১০ শতাংশ শুল্ক এবং বিভিন্ন দেশের ওপর বিভিন্ন মাত্রার পাল্টা (রিসিপ্রোকাল) শুল্ক আরোপের সিদ্ধন্তের কথা জানান। তবে নতুন ঘোষিত এই শুল্কের বাইরে থাকছে বেশ কয়েকটি পণ্য।
ট্রাম্পের ভাষণে এই পণ্যগুলোর উল্লেখ না থাকলেও গতকাল প্রকাশিত হোয়াইট হাউজের ফ্যাক্ট শিটে বলা হয়েছে, কোন কোন পণ্যের ওপর নতুন এই শুল্ক আরোপ করা হবে না।
হোয়াইট হাউজের ফ্যাক্ট শিট অনুযায়ী, ওষুধ (ফার্মাসিউটিক্যালস), সেমিকনডাকটর, কপার ও কাঠের তৈরি পণ্যের ওপর আরোপ করা হবে না ট্রাম্পের নতুন শুল্ক। অর্থাৎ, উৎপাদনকারী দেশগুলো শুল্ক ছাড়াই এই পণ্যগুলো আমেরিকার বাজারে রপ্তানি করতে পারবে, যেমনটা এতদিন করে এসেছে।
ফ্যাক্ট শিটে আরও উল্লেখ করা হয়েছে যে, স্টিল, অ্যালুমিনিয়াম, গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ—এই পণ্যগুলোও আমেরিকায় নতুন আমদানি শুল্কের বাইরে থাকবে। তবে এমন নয় যে এগুলো পুরোপুরি শুল্কমুক্ত। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ট্রাম্প এই পণ্যগুলোর ওপর ইতোমধ্যেই ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন। ফ্যাক্ট শিট বলছে, এই পণ্যগুলো বর্তমানে আমেরিকার শুল্ক সম্পর্কিত ধারা ২৩২ (সেকশন ২৩২ ট্যারিফ) এর আওতাভুক্ত। ফলে গতকালের নতুন ঘোষিত শুল্ক প্রযোজ্য হচ্ছে না এই পণ্যগুলোর ওপর।
উল্লেখ্য, গতকাল থেকেই দেশটিতে বিদেশি গাড়ি আমদানির ওপর ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ কার্যকর করা হয়েছে। গাড়ির যন্ত্রাংশ আমদানির ওপরেও অচিরেই ২৫ শতাংশ শুল্ক আরোপ কার্যকর করা হবে বলে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে।
সোনার ওপরেও আমেরিকার নতুন এই পাল্টা শুল্ক আরোপিত হচ্ছে না বলেই উল্লেখ করা হয়েছে হোয়াইট হাউজের ফ্যাক্ট শিটে। এ ছাড়া জ্বালানি পণ্য ও আমেরিকায় পাওয়া যায় না এমন বেশ কয়েকটি খনিজ পদার্থের আমদানিও শুল্কমুক্ত থাকবে, যেমনটা ইতোপূর্বে ছিল।
নতুন শুল্কের আওতাধীন সকল পণ্যের ওপর আগামী ৫ এপ্রিল থেকে ১০ শতাংশ সার্বজনীন শুল্ক আরোপ কার্যকর হতে যাচ্ছে। এর ঠিক চার দিন পর, অর্থাৎ আগামী ৯ এপ্রিল থেকে দেশটিতে কার্যকর করা হবে নতুন ঘোষিত পাল্টা শুল্ক।
উল্লেখ্য, ট্রাম্প প্রশাসন চাইলে ভবিষ্যতে পাল্টা শুল্ক নীতির আওতায় নিয়ে আসতে পারেন নতুন কোনো পণ্য, যেটা বর্তমানে এই শুল্কের বাইরে আছে।
বাংলাফ্লো/এসবি
Comments 0