বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: ভারতের চন্দ্রযান-৩ মিশনের অবতরণস্থল 'শিব শক্তি পয়েন্টে' চাঁদের প্রাচীন ভূত্বক বা মান্টলের খনিজ উপাদানের সম্ভাব্য উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছে একটি গবেষণা। গবেষণাটি প্রকাশিত হয়েছে ন্যাচার কমিউনিকেশনস আর্থ এন্ড এনভায়রনমেন্ট জার্নালে।
চন্দ্রযান-৩ এর প্রজ্ঞান রোভার আলফা পার্টিকেল এক্স-রে স্পেকট্রোমিটার (APXS) ব্যবহার করে দক্ষিণ মেরুর উচ্চভূমির এই অঞ্চল থেকে মাটির উপাদান সংগ্রহ করে। গবেষণায় দেখা যায়, শিব শক্তি পয়েন্টের মাটিতে সোডিয়াম ও পটাসিয়ামের মাত্রা কম এবং সালফারের মাত্রা তুলনামূলকভাবে বেশি।
গবেষণার মূল ফলাফল:
সোডিয়াম ও পটাসিয়ামের ঘাটতি: চাঁদের ভূত্বকে সাধারণত পাওয়া যায়, কিন্তু এখানে অস্বাভাবিকভাবে কম।
সালফারের আধিক্য: এই উপাদানের ঘনত্ব ৩০০-৫০০ পিপিএম বেশি, যা পূর্ববর্তী মিশন (অ্যাপোলো ১৬ ও লুনা ২০) থেকে সংগ্রহ করা নমুনার চেয়ে অনেক বেশি।
প্রাচীন মান্টলের ইঙ্গিত: ৪.৩ বিলিয়ন বছর আগে গঠিত সাউথ পোল-এইটকেন (SPA) অববাহিকার মাধ্যমে এসব উপাদান উপরের দিকে উঠে এসেছে বলে ধারণা।
গবেষকদের ব্যাখ্যা:
এই অঞ্চলটি প্রাচীন মান্টলের উপাদানে সমৃদ্ধ হতে পারে। SPA অববাহিকা গঠনের সময় ভূগর্ভস্থ খনিজ পদার্থ চাঁদের পৃষ্ঠে উঠে আসে এবং পরবর্তী সময়ের সংঘর্ষে সেগুলো বর্তমান অবতরণস্থলে ছড়িয়ে পড়ে। এই গবেষণা চাঁদের গঠন, এর ভৌগোলিক ইতিহাস ও ভবিষ্যৎ মহাকাশ অনুসন্ধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।
সূত্র: দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস
বাংলাফ্লো/আফি
Comments 0