ডেস্ক নিউজ: ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে এক্সবক্স ডেভেলপার ডিরেক্ট ইভেন্ট। প্রতিবছর গেম নির্মাতাদের জন্য অনলাইনে এ অনুষ্ঠানটি আয়োজন করে থাকে মাইক্রোসফট। এই ইভেন্টে নতুন সব গেমের ঘোষণা দেন নির্মাতারা। এ বছর নতুন যেসব গেম আসছে। এক্সবক্সের নতুন চার গেম-
ডুম: দ্য ডার্ক এজেস
মুক্তির তারিখ: ১৫ মে ২০২৫
ফার্স্ট পারসন শ্যুটার ঘরানার গেম ডুম: দ্য ডার্ক এজেস। নির্মাতা ইড সফটওয়্যার সেদিন প্রকাশ করেছে এর সিনেমেটিক ট্রেলার এবং গেমপ্লে ফুটেজ। এ গেমটি ডুম ২০১৬ এবং ডুম ইটারনালের প্রিক্যুয়াল। ডার্ক ফ্যান্টাসি এবং সাই-ফাই ঘরানার গেম সিরিজ ডুম।
নতুন গেমটিতে মধ্যযুগীয় যুদ্ধবিদ্যার আবহ রাখা হয়েছে, তাই এর নাম দ্য ডার্ক এজেস। মূল চরিত্র ডুম স্লেয়ার হিসেবে গেমারদের নরকের দৈত্য-দানব ও অতিপ্রাকৃত অশুভ শক্তি দমন করতে হবে। নতুন সব অস্ত্রপাতির পাশাপাশি প্রথমবারের মতো নিজেকে রক্ষা করার জন্য গেমাররা ঢাল ব্যবহার করতে পারবেন। অনেকেই গেমপ্লে ফুটেজের ভিডিওতে মারভেল হিরো ক্যাপ্টেন আমেরিকার শিল্ডের সঙ্গে তুলনা করেছে।
সাউথ অব মিডনাইট
মুক্তির তারিখ: ৪ এপ্রিল ২০২৫
এটি তৈরি করেছে নির্মাতা কম্পালশন গেমস। আমেরিকান বিভিন্ন রূপকথার ওপর ভিত্তি করে তৈরি গেমটি থার্ড পারসন অ্যাকশন অ্যাডভেঞ্চার ঘরানার। ট্রেলারের গ্রাফিকস ও এনিমেশন করা হয়েছে স্টপ মোশনের আদলে। এ নিয়ে গেমারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
যদিও মূল গেমপ্লে এ ধরনের নয়। গেমপ্লের সঙ্গে লিজেন্ড অব জেলডা বা স্টার ওয়ার্স জেডাই সিরিজের মিল আছে। তবে দানবাকৃতির পৌরাণিক দেবতাদের সঙ্গে বস ফাইট গেমপ্লে দেখে অনেক গেমার মন্তব্য করেছে, শিশুতোষ ডার্ক সোলস হতে যাচ্ছে সাউথ অব মিডনাইট। তবে শুধু লড়াই নয়, গেমের দুনিয়া ঘুরে নতুন জিনিসপত্র আবিষ্কার এবং পাজল সমাধানও গেমটির বড় অংশ।
নিনজা গাইডেন ৪
মুক্তির তারিখ: ২০২৫ এর শেষ প্রান্তিক
এক দশকেরও বেশি সময় পর টিম নিনজা এবং প্লাটিনাম গেমস তৈরি করছে এক্সবক্সের জন্য নিনজা গাইডেন সিরিজের চতুর্থ গেম।
গেমটি হ্যাক অ্যান্ড স্ল্যাশ অ্যাকশন ঘরানার। নিনজাদের নিয়ে তৈরি হলেও গেমটির পটভূমি ভবিষ্যতের টোকিও শহর। নিনজা অ্যাকশনের সঙ্গে সায়েন্স ফিকশন মিশিয়ে গেমটির দুনিয়া তৈরি করেছে প্লাটিনাম গেমস। তবে গেমপ্লে একেবারেই টিম নিনজার মার্কামারা ধুন্ধুমার অ্যাকশনে ভরপুর। গেমটির মূল চরিত্র ইয়াকুমো, প্রাচীন এক শক্তিশালী অপশক্তিকে পরাস্ত করে টোকিও শহরকে উদ্ধার করাই হবে গেমারের মূল কাজ। সাইবারপাংক টোকিও শহরে এক নিনজার অ্যাডভেঞ্চার-ঘোস্টওয়্যার টোকিওর সঙ্গে এ গেমের কাহিনির মিল আছে।
ক্লেয়ার অবস্কার: এক্সপিডিশন ৩৩
মুক্তির তারিখ: ২৪ এপ্রিল ২০২৫
এটি তৈরি করেছে স্যান্ডফল ইন্টারেক্টিভ। ফ্যান্টাসি আরপিজি ঘরানার অ্যাডভেঞ্চারে ভরপুর এর গেমপ্লে। প্রতিবছর গেমের দুনিয়ায় জেগে ওঠে দ্য পেইন্ট্রেস নামের এক অপশক্তি। মনোলিথের মধ্যে সে লেখে একটি সংখ্যা। সংখ্যাটির বয়সী সব মানুষ বাতাসে মিলিয়ে যায়। এরপর আবারও সে ঘুমিয়ে পড়ে। প্রতিবছর তার লেখা সংখ্যাটি কমে আসছে। গেমটির সময়কাল তার ‘৩৩’ লেখার বছর। আর একটিও প্রাণ যাতে ঝরে না যায়, তাই গেমারকে তার দল নিয়ে চিরতরে পরাস্ত করতে হবে এই অপশক্তি। টার্ন-বেজড ঘরানার গেমটির সঙ্গে জাপানি আরপিজি গেমের মিল আছে। তবে কিছু কাজ করা যাবে রিয়াল টাইমে, তাই বলা যায় এর গেমপ্লে হাইব্রিড ঘরানার।
জেবি