বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

উত্তরায় দম্পতিকে রামদা দিয়ে কোপালো কিশোর গ্যাং সদস্যরা

রাজধানীর উত্তরায় প্রকাশ্যে দুই মোটরসাইকেল আরোহীকে রামদা দিয়ে কুপিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। ভুক্তভোগী দুজন স্বামী-স্ত্রী। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরায় প্রকাশ্যে দুই মোটরসাইকেল আরোহীকে রামদা দিয়ে কুপিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। ভুক্তভোগী দুজন স্বামী-স্ত্রী। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত নয়টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

এরই মধ্যে এ ঘটনার কয়েক সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জনসম্মুখে দম্পতিকে কোপানোর ভিডিওতে দেখা যায়, ক্ষিপ্ত হয়ে দুই যুবক ওই দম্পতিকে রামদা দিয়ে আঘাত করছে। এ সময় জীবন বাঁচাতে ওই নারীকে হাত জোড় করে সন্ত্রাসীদের কাছে মাফ চাইতে দেখা গেছে। ঘটনার পর আতঙ্কে রয়েছেন উত্তরার বাসিন্দারা।

ভিডিওতে দেখা যায়, সাদা ও জলপাই রংয়ের শার্ট পরিহিত দুই যুবক একজন ভুক্তভোগী পুরুষ ও তার সঙ্গে থাকা এক নারী পথচারীকে রামদা দিয়ে কোপাচ্ছে।

স্থানীয়রা জানান, কিশোর গ্যাং গ্রুপটির সদস্যরা উত্তরা সেক্টরের ভেতরে উচ্চ শব্দে মোটরসাইকেলের হর্ন বাজিয়ে দ্রুত গতিতে চালাচ্ছিল। এ সময় তাদের মোটরসাইকেল একটি শিশুকে চাপা দেওয়ার চেষ্টা করে। পাশ দিয়ে যাওয়া আরেকটি মোটরসাইকেলে ভুক্তভোগী দম্পতি এ ঘটনার প্রতিবাদ করলে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের লোকজন ডেকে রামদা দিয়ে ওই দম্পতিকে কোপাতে থাকে।

একপর্যায়ে স্থানীয়রা কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।

এ ঘটনায় উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, মোটরসাইকেলে উচ্চ শব্দ করে দ্রুত গতিতে যাওয়ার সময় কিশোর গ্যাংয়ের সদস্যরা একটি শিশুকে চাপা দেওয়ার চেষ্টা করে। পাশ দিয়ে আরেকটি মোটরসাইকেলে যাওয়া দম্পতি প্রতিবাদ করে। এরপর কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের লোকবল ডেকে দম্পতির ওপর রামদা দিয়ে হামলা করে।

ওসি বলেন, এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন মো. মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২২)। গ্রেপ্তার মোবারকের বাড়ি শেরপুরের শ্রীবরদী থানায়। তিনি টঙ্গী পূর্ব থানা এলাকায় ভাড়া থাকেন। আর রবি রায়ের বাড়ি টঙ্গী পশ্চিম থানার হাজীর মাজার এলাকায়।

এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি হাফিজুর রহমান।

উত্তরার স্থানীয়রা জানিয়েছেন, প্রতিদিন সন্ধ্যার পর থেকে উত্তরা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্পটে সংঘবদ্ধভাবে ছিনতাইয়ে জড়িত কিশোর গ্যাংয়ের সদস্যরা। তারা ইচ্ছাকৃতভাবে মানুষের সঙ্গে ঝামেলা বাধিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।

জেবি