পেরুর লিমা শহর থেকে লা মের্সেডগামী একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় প্রায় ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ফিলিপাইনের উত্তরাঞ্চলের একটি ব্যস্ত টোল গেটে বাসের ধাক্কায় ১০ জন নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছেন
নিহতদের মধ্যে রয়েছে নগরকান্দা উপজেলার শেয়ারকান্দি গ্রামের বাসিন্দা জোয়ার সর্দার (৬৫), তার ছেলে ইমান (২৮) ও একই উপজেলার ভারতী রানী। এ ছাড়া বাকি দুই জনের পরিচয় মেলেনি।
৭৩ বছর বয়সী ননি বালা নাথের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া থানার ডুলাহাজরায়। আহত অবস্থায় তাকে ভুবনেশ্বরের ক্যাপিটাল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
বাংলাদেশের ১০০ জনের বেশি পর্যটক ১৭ মার্চ চট্টগ্রাম থেকে দুইটি বাসে তীর্থ করার জন্য ভারতে যান। এর মাঝে ১৭ জন শিশুসহ অনেক বৃদ্ধ মানুষও রয়েছেন। অযোধ্যা, দ্বারকা ঘুরে এই পূন্যার্থীরা জগন্নাথদেবের দর্শনের জন্য পুরি যাচ্ছিলেন।