বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ প্যাটেল এফবিআইয়ের প্রধান হিসেবে নিয়োগ পেলেন

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের (FBI) নতুন প্রধান হিসেবে ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ প্যাটেলের নিয়োগ অনুমোদন করেছে মার্কিন সিনেট।

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের (FBI) নতুন প্রধান হিসেবে ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ প্যাটেলের নিয়োগ অনুমোদন করেছে মার্কিন সিনেট। গতকাল বৃহস্পতিবার সিনেটে ৫১-৪৯ ভোটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই মনোনয়ন চূড়ান্ত হয়। ডেমোক্র্যাট সিনেটররা একযোগে তাঁর বিরোধিতা করলেও রিপাবলিকানদের সমর্থনে তিনি এফবিআইয়ের শীর্ষ পদে নিয়োগ পেলেন।

৪৪ বছর বয়সী ক্যাশ প্যাটেল ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তাঁর পুরো নাম কাশ্যপ প্রমোদ বিনোদ প্যাটেল। নিউইয়র্কে জন্ম নেওয়া ক্যাশ প্যাটেলের মা-বাবা ভারতের গুজরাট থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী হন। তিনি ইউনিভার্সিটি অব রিচমন্ড থেকে ক্রিমিনাল জাস্টিস অ্যান্ড হিস্টোরি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

ট্রাম্প প্রশাসনে ২০১৯ সালে যোগ দেওয়ার পর দ্রুত উত্থান ঘটে ক্যাশ প্যাটেলের। তাঁর এই উত্থানের পেছনে ট্রাম্পের প্রতি পূর্ণ আনুগত্যকে মূল কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। অতীতে তিনি এফবিআইয়ের সমালোচনা করে বলেছেন, সংস্থাটি ট্রাম্পের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণ করেছে। এফবিআইকে তিনি 'ডিপ স্টেট' (রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র) হিসেবে উল্লেখ করেছেন এবং সংস্থাটিকে সংস্কারের পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন।

ডেমোক্র্যাট সিনেটররা ক্যাশ প্যাটেলের নিয়োগের তীব্র বিরোধিতা করেছেন। তাঁরা বলেছেন, ট্রাম্পের সমালোচকদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার আহ্বান জানানোর কারণে তিনি এফবিআইয়ের নেতৃত্ব দেওয়ার জন্য অযোগ্য। সিনেটের জুডিশিয়ারি কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সিনেটর ডিক ডারবিন এক বিবৃতিতে বলেছেন, \এফবিআইয়ের প্রধান হিসেবে ক্যাশ প্যাটেলের নিয়োগ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও জাতীয় নিরাপত্তার জন্য বিপর্যয় ডেকে আনবে।\

তবে রিপাবলিকান সিনেটররা যুক্তি দিয়েছেন, এফবিআইয়ের ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনতে ক্যাশ প্যাটেল সংস্থাটিকে সংস্কার করবেন। যদিও দুই মধ্যপন্থী রিপাবলিকান সিনেটর সুসান কলিন্স ও লিসা মুরকোস্কি ক্যাশ প্যাটেলের মনোনয়নের বিরুদ্ধে ভোট দেন। তাঁরা উদ্বেগ প্রকাশ করেছেন যে, ট্রাম্পের পক্ষে ক্যাশ প্যাটেলের রাজনৈতিক ওকালতি এফবিআইয়ের কার্যক্রমকে প্রভাবিত করতে পারে।

এফবিআইয়ের নতুন প্রধান হিসেবে ক্যাশ প্যাটেলের নিয়োগ মার্কিন রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। তাঁর নেতৃত্বে এফবিআইয়ের ভবিষ্যৎ কার্যক্রম ও দিকনির্দেশনা নিয়ে এখন সবাই সতর্ক নজর রাখছেন।