বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

সাবেক রাষ্ট্রপতি শারীরিকভাবে অসুস্থ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য গতকাল বুধবার (৭ মে) দিনগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে রওনা হন।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো ডেস্ক

ঢাকা:  সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ শারীরিকভাবে অসুস্থ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য গতকাল বুধবার (৭ মে) দিনগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে রওনা হন। 

বৃহস্পতিবার (৮ মে) সকাল সোয়া ১০টায় বিমানবন্দর ইমিগ্রেশন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের নয় মাস পর দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ।

বিশেষ সূত্র থেকে বলা হয়,সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দীর্ঘদিন ধরেই শারীরিকভাবে খুবই অসুস্থ। নিরাপত্তার অভাবে দেশের হাসপাতালে তেমন চিকিৎসা নেননি। তাই উন্নত চিকিৎসার জন্য গতকাল রাত ১১টার দিকে সাধারণ যাত্রীবেশে শাহজালাল বিমানবন্দরে যান সাবেক এ রাষ্ট্রপতি। এ সময় তার মুখে মাস্ক ও মাথায় ক্যাপ ছিল। পরে ইমিগ্রেশনের সকল প্রয়োজনীয়তা যাচাই-বাছাই সাবেক রাষ্ট্রপতিকে দেশ ছাড়ার সবুজ সংকেত দেওয়া হয়।

পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ইমিগ্রেশন বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, আজ সকালে কর্মস্থলে এসে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের বিষয়টি জানতে পেরেছি। তিনি বিদেশ যাওয়ার কারণ হিসেবে চিকিৎসার কথা জানিয়েছিলেন।

এদিকে গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের অনেকেই আসামি হয়েছেন।

বিদেশ যাত্রায় কোন বাধা ছিলো কিনা জানতে চাইলে ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা বলেন,সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জের মামলার বিষয়টি ইমিগ্রেশন বিভাগ অবগত ছিল। কিন্তু তার বিদেশ সফরের বিষয়ে আদালত বা দুদক থেকে কোনো নিষেধাজ্ঞা ছিল না। এজন্য বিদেশযাত্রায় কোন বাধা হয়নি। আর এমনিতেই সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ শারীরিকভাবে ভীষণ অসুস্থ।

বাংলাফ্লো/এসএস 

Leave a Comment

Comments 0