স্পোর্টস ডেস্ক: আগামী ২০২৭ সালে টেস্ট ক্রিকেটের দেড়শ বছর পূর্তি হবে। সেই উপলক্ষ্যে স্মরণীয় ম্যাচ খেলবে প্রথম টেস্ট খেলা দুই দল ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। টেস্টটি গোলাপি বলে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন সিএর প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ।
তিনি বলেছেন, এমসিজিতে ক্রিকেটের অন্যতম বড় ইভেন্ট হতে যাচ্ছে ১৫০তম বার্ষিকীর টেস্টটি। ফ্লাডলাইটের নিচে খেলাটা হবে আমাদের খেলার সমৃদ্ধ ঐতিহ্য ও টেস্ট ক্রিকেটের আধুনিক রূপের উদযাপন।
বিশেষ ম্যাচটি মেলবোর্নে হবে তা আগেই জানানো হয়েছিল। ২০২৭ সালের ১১ মার্চ টেস্টটি শুরু হবে।
ক্রিকেটের প্রথম টেস্ট ম্যাচ হয়েছিল ১৮৭৭ সালের ১৫ মার্চ। প্রথম টেস্টের শুরুর দিনই তাই ১৫০তম বার্ষিকীর বিশেষ ম্যাচ শেষ করার সিদ্ধান্ত হয়েছে। অভিজাত সংস্করণের অভিষেক ম্যাচে ৪৫ রানে জিতেছিল অস্ট্রেলিয়া।
জেবি