বাংলা ফ্লো স্পোর্টস
ঢাকা: ২০২৪ টি-২০ বিশ্বকাপের পরই পাকিস্তান জাতীয় দলের দায়িত্ব ছেড়ে দেন সাবেক দক্ষিণ আফ্রিকান তারকা গ্যারি কারস্টেন। এরপর সাদা বলে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল গিলেস্পিকে। দলকে নিয়ে অস্ট্রেলিয়া সফরেও যান গিলেস্পি। তবে অস্ট্রেলিয়া সফরের পরই পদত্যাগ করেন তিনি। পরিস্থিতির কারণে ১ বছরও দায়িত্ব পালন করে পদ ছেড়ে দিয়ে চলে যান গিলেস্পি।
সার্বিক অভিজ্ঞতা নিয়ে তিনি বলছেন, পাকিস্তান জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে কিছুদিন কাজ করেই কোচ হওয়ার শখ মিটে গেছে। ভবিষ্যতে পূর্ণ মেয়াদে প্রধান কোচ হওয়ার ব্যাপারে দ্বিধাগ্রস্ত।
এমনকি নিজ দেশ অস্ট্রেলিয়া ডাকলেও সেই প্রস্তাব ফিরিয়ে দেবেন বলে জানিয়েছেন গিলেস্পি।
সম্প্রতি উইজডেন ক্রিকেট উইকলি পডকাস্টে গিলেস্পি বলেছেন, ‘এ মুহূর্তে নিশ্চিত নই আমি পূর্ণকালীন কোচিংয়ে আগ্রহী কি না। অস্ট্রেলিয়া ডাকলেও ‘‘না’’, আমি আগ্রহী নই।’
পাকিস্তানের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ব্যাপারে খোলামেলা কথা বলেন গিলেস্পি।
তিনি জানান, শুরুতে গিলেস্পিকে নির্বাচক কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়। পরে তার মতের বিরুদ্ধে গিয়ে হাইপারফরম্যান্স কোচ টিম নিয়েলসনকে বিদায় করে দেওয়া হয়। সব মিলিয়ে অসহ্যকর পরিস্থিতিতে দায়িত্ব ছেড়ে দেন গিলেস্পি।
এখানে আকিব জাভেদকেও দায়ী করেছেন গিলেস্পি।
অজি কোচের মতে, তার বিদায়ের পেছনে অবদান ছিল আকিব জাভেদেরও। গিলেস্পি বলেছেন, ‘সে (আকিব জাভেদ) একটা ভাঁড় ছিল। অভ্যন্তরীণ রাজনীতি আর দলগত ঐক্যের অভাব কোচিং করানোটাকে অসহনীয় করে তুলেছিল।’
গিলেস্পির মতে, ‘পাকিস্তানে কাজ করার অভিজ্ঞতা আমার কোচিংয়ের প্রতি ভালোবাসাকে তেতো করে তুলেছে। আমি এ কথা অকপটেই বলি। যেভাবে সবকিছু শেষ হলো, সেটা আমাকে খুবই হতাশ করেছে। আমাকে ভাবতে বাধ্য করেছে, আমি আদৌ পূর্ণকালীন কোচ হতে চাই কি না।’
তবে স্বল্পমেয়াদে, চুক্তিভিত্তিক পরামর্শক হিসেবে কাজ করার আগ্রহ আছে গিলেস্পির, ‘লিগগুলোতে কোচিং বা স্বল্পমেয়াদি কাজ কিংবা পরামর্শক হিসেবে কাজ করার আগ্রহ আছে। তবে পূর্ণকালীন কোচ - এটা এ মুহূর্তে আমার ভাবনায় নেই।’
পাকিস্তানের দায়িত্ব নেওয়ার আগে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে বিগ ব্যাশে কোচিং করিয়েছেন গিলেস্পি। সেই দায়িত্ব ছেড়েই পাকিস্তানের কোচ হয়েছিলেন জেসন গিলেস্পি। গিলেস্পি দায়িত্ব ছাড়ার পর আকিব জাভেদকে অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব দিয়েছে পাকিস্তান।
বাংলাফ্লো/এসবি
Comments 0