নিজস্ব প্রতিবেদক : ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) চার কর্মীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় এমআরটি পুলিশের এক এসআইসহ দুইজনকে বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (১৭ মার্চ) সকালে মেট্রোরেলের সচিবালয় স্টেশনে এসব তথ্য জানান ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদ। তিনি বলেন, কর্মচারীদের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে, বর্তমানে মেট্রোরেল চলাচল স্বাভাবিক রয়েছে।
এর আগে, রবিবার বিকেল সোয়া ৫টায় এমআরটি পুলিশের হাতে ডিএমটিসিএলের চার কর্মী মৌখিক ও শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার অভিযোগ ওঠে। এর প্রতিবাদে সোমবার সকাল থেকে কর্মবিরতি পালন শুরু করেন মেট্রোরেল কর্মীরা, যার ফলে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে এবং কিছু স্টেশনে যাত্রীদের ভাড়া আদায়ের ব্যবস্থাও অকার্যকর হয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডিএমটিসিএলের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন স্টেশন পরিদর্শন করেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে বলে জানান এমডি ফারুক আহমেদ। তিনি বলেন, \আমি প্রতিটি স্টেশন ঘুরেছি। কিছু সমস্যা তৈরি হয়েছিল, তবে এখন সবকিছু স্বাভাবিক হয়ে গেছে। মেট্রোরেল চলাচলে আর কোনো বাধা নেই।\