মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫

মেজাজ হারিয়ে দর্শকদের মারতে গেলেন পাকিস্তানি অলরাউন্ডার

হতাশার পরাজয়ের পর পাকিস্তানি খেলোয়াড়দের কটাক্ষ করতে থাকেন তিনজন দর্শক। যা মানতে পারেননি খুশদিল।

দর্শকদের দিকে তেড়ে যাচ্ছেন খুশদিল শাহ। ছবি: এক্স

বাংলা ফ্লো স্পোর্টস

ঢাকা: নিউজিল্যান্ডে হতাশার এক সফর শেষ করল পাকিস্তান। টি-টোয়েন্টি সিরিজে তাও একটা ম্যাচ জিতেছিল। ওয়ানডে সিরিজে ধবলধোলাইই হতে হলো তাদের।

এরপর দলটির ক্রিকেটার খুশদিল শাহ অনাকাঙ্ক্ষিত কারণে এলেন শিরোনামে। সমালোচনা সহ্য করতে না পেরে তিনি তেড়ে গেলেন সমর্থকের দিকে।

শনিবার (৫ এপ্রিল) মাউন্ট মঙ্গানুইয়ে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে ৪৩ রানে হেরে ধবলধোলাই হয়েছে পাকিস্তান। এ ম্যাচেই বিতর্কের জন্ম দিয়েছেন দেশটির অলরাউন্ডার খুশদিল শাহ। দর্শকদের মারতে উদ্যত হন তিনি। যদিও পরে তাঁকে শান্ত করেন এক নিরাপত্তাকর্মী।

খুশদিল অবশ্য এ ম্যাচের একাদশে সুযোগ পাননি। হতাশার পরাজয়ের পর পাকিস্তানি খেলোয়াড়দের কটাক্ষ করতে থাকেন তিনজন দর্শক। যা মানতে পারেননি খুশদিল। কিছুক্ষণ তর্কের পর দর্শকদের দিকে তেড়ে যান তিনি। নিরাপত্তাকর্মী তাঁকে না আটকালে হয়তো হাতাহাতিই হয়ে যেত। তখন খুশদিলের পাশেই ছিলেন বাবর আজম ও ফাহিম আশরাফ।

নিউজিল্যান্ড সফরের খুশদিলের মেজাজ হারানোর ঘটনা এবারই প্রথম নয়।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে কিউই পেসার জাকারি ফোকসের সঙ্গে শারীরিক সংঘর্ষে জড়িয়ে পড়েন তিনি। যে কারণে তাঁকে ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করার পাশাপাশি তিনটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়।

সেই ম্যাচে ৯ উইকেটের দাপুটে জয় পায় নিউজিল্যান্ড। এরপর আরও তিনটি টি-টোয়েন্টি খেলেন খুশদিল, কিন্তু নামের প্রতি সুবিচার করতে পারেননি।

আজ বৃষ্টিবিঘ্নিত ওয়ানডে ম্যাচে ৪২ ওভারে ৮ উইকেটে ২৬৪ রান তোলে স্বাগতিকেরা। ২৬৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে বেন সিয়ার্স-জ্যাকব ডাফিদের দুর্দান্ত বোলিংয়ে ২২১ রানে থেমে যায় পাকিস্তানের ইনিংস। ৪০ বলে ৫৯ রানের ইনিংস খেলে ম্যাচ-সেরা হন মাইকেল ব্রেসওয়েল। প্রথম কিউই বোলার হিসেবে টানা দুই ম্যাচে ৫ উইকেট নিয়ে রেকর্ডগড়া বেন সিয়ার্স হয়েছেন সিরিজসেরা।

বাংলাফ্লো/এসবি

Leave a Comment

Comments 0