বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

ল্যান্ডস্লাইড বিজয়ে লেবার পার্টি

“এই নির্বাচন ঘুরিয়ে দিয়েছে ট্রাম্প ভীতি। আলবানিজ প্রমাণ করেছেন, তিনি একটি অনিশ্চিত বিশ্বের জন্য ‘সেইফার হ্যান্ডস’।”

অ্যান্থনি আলবানিজ

আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে আবারও নিরঙ্কুশ বিজয় পেয়েছে অ্যান্থনি আলবানিজের নেতৃত্বাধীন কেন্দ্র-বামপন্থী লেবার পার্টি। এই জয়ের মধ্য দিয়ে আলবানিজ দ্বিতীয়বারের মতো দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন।

বিপর্যস্ত পরাজয়ের স্বীকারোক্তি দিয়ে পদত্যাগ করেছেন ডানপন্থী লিবারেল-ন্যাশনাল কোয়ালিশনের নেতা পিটার ডাটন। তিনি শুধু পরাজিতই হননি, নিজের আসন ডিকসন থেকেও পরাজিত হয়েছেন—যা বিরোধী দলের জন্য এক বড় ধাক্কা।

নির্বাচনের মূল ইস্যুগুলোর মধ্যে ছিল—

জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া

দুর্বল হয়ে পড়া সরকারি স্বাস্থ্যসেবা

বাড়ির মূল্য ও ভাড়ার লাগামহীন ঊর্ধ্বগতি

ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন ঘিরে আন্তর্জাতিক অস্থিরতা

বিশ্লেষকদের মতে, এসব ইস্যুতে লেবার পার্টির অবস্থান এবং আলবানিজের স্থির নেতৃত্বই ভোটারদের আস্থা অর্জন করেছে। বিবিসির অস্ট্রেলিয়া করেসপন্ডেন্ট লিখেছেন, “এই নির্বাচন ঘুরিয়ে দিয়েছে ট্রাম্প ভীতি। আলবানিজ প্রমাণ করেছেন, তিনি একটি অনিশ্চিত বিশ্বের জন্য ‘সেইফার হ্যান্ডস’।”

বর্তমানে গণনা শেষ হয়েছে ৬৩% ভোটের, যার ভিত্তিতে:

লেবার পার্টি: ৮৫টি আসনে এগিয়ে (সংখ্যাগরিষ্ঠতার চেয়ে বেশি)

লিবারেল-ন্যাশনাল কোয়ালিশন: মাত্র ৪১টি আসনে

গ্রিন পার্টি: ৪ থেকে নেমে মাত্র ১ আসনে

এই ফলাফল লেবার পার্টিকে শুধু সংখ্যাগরিষ্ঠতা নয়, একটি শক্তিশালী ম্যান্ডেটও দিয়েছে।

জয়ের পর অ্যান্থনি আলবানিজ বলেন, “অস্ট্রেলিয়ানদের দেওয়া এই আস্থা ও সমর্থনকে আমরা কখনো হালকাভাবে নেব না।” অপরদিকে পিটার ডাটন বলেন, “এটা আমাদের জন্য কষ্টের রাত। আমরা ভালো করিনি, এটা মেনে নিচ্ছি।”

সূত্র: বিবিসি

বাংলাফ্লো/আফি

Leave a Comment

Comments 0