বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

কুয়েটে উপাচার্যের বাসভবনে তালা, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর শিক্ষার্থীরা সিন্ডিকেটের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন

খুলনা প্রতিনিধি : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর শিক্ষার্থীরা সিন্ডিকেটের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় \রক্তাক্ত কুয়েট\ চিত্র প্রদর্শনী শেষে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ভিসির বাসভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।

কুয়েটের সাধারণ শিক্ষার্থীরা তাদের ৬টি দাবির মধ্যে একটির প্রতি সিন্ডিকেটের অবহেলার অভিযোগ করে বলেন, \আমরা দাবি না আদায় করা পর্যন্ত আন্দোলন চলবে।\

শিক্ষার্থীরা আরও জানান, ভিসি প্রফেসর ড. মোহাম্মদ মাছুদের বাসভবনে তালা ঝুলানোর সময় তারা সাফ বলেন, \আমরা ভিসিকে নির্যাতন করার অভিযোগ অস্বীকার করছি। এমন কোনো প্রমাণ বা ভিডিও নেই। আমরা তাকে যথেষ্ট সম্মানের সঙ্গে আচরণ করেছি।\

তারা বলেন, \ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত সিন্ডিকেট মিটিংয়ে গৃহীত হলেও তা কার্যকর হচ্ছে না, তাই এটি প্রশাসনিক অধ্যাদেশে গুরুত্ব দিয়ে বাস্তবায়ন করতে হবে।\

উল্লেখ্য, ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, যাতে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন। তাদের অধিকাংশের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। আহতদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও কুয়েট মেডিক্যাল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় ৫ জনকে আটক করা হয় এবং শিক্ষার্থীরা ৫ দফা দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেন। দাবি না মানায় ১৯ ফেব্রুয়ারি বেলা দেড়টার দিকে শিক্ষার্থীরা প্রশাসনিক ও অ্যাকাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন।

১৮ ফেব্রুয়ারি কুয়েট উপাচার্যকে মেডিক্যাল সেন্টারে অবরুদ্ধ করা হয়, এবং তিনি ১৯ ফেব্রুয়ারি বিকালে জরুরি সিন্ডিকেট সভায় অনলাইনে সভাপতিত্ব করেন।