বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা তাদের চলমান তিন দফা দাবির প্রতি জোর দিয়ে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তারা আগামী ৪ সেপ্টেম্বর চট্টগ্রামে বিভাগীয় মহাসমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা ডিপ্লোমা কোটাকে লাল কার্ড প্রদর্শনের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন।
শিক্ষার্থীরা বলেন, তাদের আন্দোলন দীর্ঘদিন ধরে চলছে। ডিপ্লোমা প্রকৌশলীদের কোটার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে তারা লাল কার্ড প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। তাদের দাবি, মেধা ও যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়া হবে এবং কোনো ধরনের কোটা ব্যবস্থা রাখা যাবে না।
তাদের আন্দোলন তিনটি মূল দাবিকে কেন্দ্র করে পরিচালিত হবে—নবম গ্রেডের সহকারী প্রকৌশলী পদে পরীক্ষার মাধ্যমে নিয়োগ ও ন্যূনতম যোগ্যতা হিসেবে বিএসসি ইঞ্জিনিয়ার নির্ধারণ, দশম গ্রেডে ডিপ্লোমা কোটা বাতিল করে সবার জন্য উন্মুক্ত করা, এবং বিএসসি ছাড়া কেউ যেন নামের সঙ্গে ‘ইঞ্জিনিয়ার’ শব্দটি ব্যবহার করতে না পারে।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0