বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

কুবির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে হিযবুত তাহরীর সংশ্লিষ্টতার অভিযোগে মামলা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন ‘হিযবুত তাহরীর’-এর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ

ডেস্ক রিপোর্ট: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন ‘হিযবুত তাহরীর’-এর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ। বর্তমানে অভিযুক্ত দুজন কুমিল্লা মডেল থানার হাজতে আটক রয়েছেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম।

আটককৃত শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের একাউন্টিং বিভাগের আবু তাহের সাগর এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের ব্যবস্থাপনা বিভাগের তৌকির আহম্মেদ।

সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় কুমিল্লা শহরের কান্দিরপাড় এলাকা থেকে ডিবি পুলিশ অভিযুক্ত দুই শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে তাদের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয় এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

এ ঘটনার প্রেক্ষিতে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্মকর্তাদের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

এদিকে, একই অভিযোগে র‌্যাব আরও এক শিক্ষার্থীকে আটক করে। পরে তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে রাত সাড়ে ১০টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।

র‌্যাব-১১-এর উপ-পরিচালক লে. কমান্ডার মাহমুদুল হাসান বলেন, ‘তথ্যের ভিত্তিতে আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করি, তবে তেমন কিছু পাওয়া যায়নি। পরে তাকে থানায় হস্তান্তর করা হয় এবং থানা থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহিনুল ইসলাম জানান, হিযবুত তাহরীরের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে একজনকে আটক করা হয়েছিল, তবে জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বাকি দুই শিক্ষার্থীর বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করেছে এবং তারা বর্তমানে কারাগারে আটক রয়েছেন।