Logo

করিডোর নিয়ে এখন পর্যন্ত কোনো চুক্তি হয়নি: খলিলুর রহমান

মানবিক করিডোর নিয়ে এখন পর্যন্ত কোনো চুক্তি বা আনুষ্ঠানিক কিছু হয়নি।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশের প্রতিবেশী আরাকান আর্মি। প্রতিবেশী যেই হোক তার সঙ্গে সম্পর্ক রাখতে হবে। সে জন্য আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ শুরু করা হয়েছে।রোববার ( ৪ মে ) রোহিঙ্গাদের ফেরানো ও আঞ্চলিক নিরাপত্তা বিষয়ক এক সেমিনারে এসব কথা বলেন খলিলুর রহমান।

তিনি জানান, মানবিক করিডোর নিয়ে এখন পর্যন্ত কোনো চুক্তি বা আনুষ্ঠানিক কিছু হয়নি।

খলিলুর রহমান বলেন, আমাদের প্রতিবেশী এখন আরাকান আর্মি, প্রতিবেশী যেই হোক তার সঙ্গে সম্পর্ক রাখতে হয়। আর সেই জন্যই আমরা আরাকান আর্মির সঙ্গে ওয়ার্কিং লেভেলে যোগাযোগ শুরু করি।’ তিনি বলেন, ‘বাংলাদেশ হয়ে রাখাইনে মানবিক সহায়তা করিডোর জন্য আমরা আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিলাম। জাতিসংঘ এটি পরিচালনা করবে, এর মাধ্যমে ত্রাণ যাবে, খাদ্য যাবে, অস্ত্র নয়। এই যোগাযোগ রাখাইন নিরাপদ পরিস্থিতি প্রতিষ্ঠায় সহায়তা করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, বাংলাদেশের কাছে মিয়ানমার মানে আসলে অনেকটাই রাখাইন। এটা বাস্তবতা। মিয়ানমারের পরিস্থিতি যাই হোক, রাখাইনে আরাকান আর্মি গুরুত্বপূর্ণ জায়গাতেই থাকবে।

বাংলাফ্লো/এসএস

Related Posts বাংলাদেশ

Leave a Comment

Comments 0