স্পোর্টস ডেস্ক: সেঞ্চুরিয়ন টেস্টের তৃতীয় দিনের শেষে ম্যাচ দাঁড়িয়েছে উত্তেজনাপূর্ণ অবস্থানে। ১৪৮ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা পড়ে গেছে বড় চাপে। দিন শেষে তাদের স্কোর ৩ উইকেটে ২৭। পাকিস্তানের জয়ের জন্য দরকার আর মাত্র ৭ উইকেট, অন্যদিকে প্রোটিয়াদের প্রয়োজন ১২১ রান। সুপার স্পোর্ট পার্কে তৃতীয় দিন শুরু করেছিল পাকিস্তান ৩ উইকেটে ৮৮ রান নিয়ে। বাবর আজম (১৬) এবং সৌদ শাকিল (৮) দিনের খেলা শুরু করলেও বৃষ্টির কারণে প্রথম সেশনের খেলা বন্ধ থাকে। লাঞ্চের পর বাবর ও শাকিল মিলে ইনিংস মেরামত করেন এবং ৭৯ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। বাবর আজম ৮০ বলে অর্ধশতক পূর্ণ করলেও এরপর বেশিক্ষণ টিকতে পারেননি। ৫০ রানে মার্কো ইয়ানসেনের বলে আউট হন তিনি। বাবরের বিদায়ের পর পাকিস্তানের ব্যাটিং লাইন-আপে ধস নামে। মোহাম্মদ রিজওয়ান (৩) ও আগা সালমান (১) দ্রুত বিদায় নেন। সৌদ শাকিল একপ্রান্ত ধরে লড়াই চালিয়ে যান। ১১৩ বলে ৮৪ রানের চমৎকার ইনিংসে তিনি ১০টি চার ও একটি ছক্কা হাঁকান। তবে তার বিদায়ের পর পাকিস্তানের ইনিংস থেমে যায় ২৩৭ রানে। দক্ষিণ আফ্রিকার পক্ষে সবচেয়ে সফল বোলার ছিলেন মার্কো ইয়ানসেন। তিনি ১৪ ওভারে ৫২ রান দিয়ে শিকার করেন ছয় উইকেট। কাগিসো রাবাদা দুটি উইকেট নেন, আর করবিন বশ্চ ও ড্যান পিটারসেন নেন একটি করে উইকেট। মাত্র ১৪৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমেও প্রোটিয়ারা পড়ে যায় মহাবিপদে। পাকিস্তানি পেসার মোহাম্মদ আব্বাস ও খুররম শেহজাদের আগুন ঝরানো বোলিংয়ে তারা মাত্র ১৯ রানের মধ্যেই হারায় তিনটি উইকেট। টনি ডি জর্জি (২), রায়ান রিকেলটন (০) ও ত্রিস্তান স্ট্যাবস (১) দ্রুত বিদায় নেন। অধিনায়ক টেম্বা বাভুমা ও এইডেন মার্করাম এরপর দিনের বাকি সময় কোনোমতে টিকিয়ে রাখেন ইনিংস। দিন শেষে মার্করাম অপরাজিত রয়েছেন ২২ রানে। মোহাম্মদ আব্বাস মাত্র ৪ ওভার বল করে ৩ মেডেনসহ ৩ রান দিয়ে শিকার করেন ২টি উইকেট। আরেক পেসার খুররম শেহজাদ তুলে নেন ১টি উইকেট। জেবি