নিজস্ব প্রতিবেদক: আগামী বছরের এপ্রিলে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নিতে চায় সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ নিয়ে প্রস্তুতি শুরু করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। প্রশ্নপত্র মডারেশন, কেন্দ্রতালিকা, পরিদর্শক ঠিক করাসহ আনুষঙ্গিক কাজ চলছে বলে জানিয়েছে পিএসসি সূত্র। পিএসসির জনসংযোগ কর্মকর্তা জানান, ২০২৫ সালের এপ্রিল মাসে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। কবে পরীক্ষা শুরু হবে, সেই দিন-তারিখ পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ২০২৩ সালের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। চলতি বছরের ২৬ এপ্রিল প্রিলিমিনারি পরীক্ষা হয়। ৯ মে প্রথম দফায় ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর প্রতিষ্ঠানটিতে পরিবর্তন আসে। এরপর স্বচ্ছতা নিশ্চিতে পুনরায় প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়। পুনরায় প্রকাশিত ফলাফলে আগে নির্বাচিত ১০ হাজার ৬৩৮ জনের সঙ্গে আরও ১০ হাজার ৭৫৯ প্রার্থীকে উত্তীর্ণ করা হয়। এতে মোট উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা ২১ হাজার ৩৯৭ জন। তারা লিখিত পরীক্ষায় অংশ নেবেন।