বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত

পরিস্থিতি বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পরবর্তীতে নতুন সময়সূচি ও ভেন্যু জানানো হবে।

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: ভারতে চলমান নিরাপত্তা সংকটের প্রেক্ষাপটে টাটা আইপিএল ২০২৫-এর বাকি অংশ এক সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শুক্রবার (৯ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিসিআই-এর সচিব দেবজিত সাইকিয়া জানিয়েছেন, পরিস্থিতি বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পরবর্তীতে নতুন সময়সূচি ও ভেন্যু জানানো হবে।

“বিসিসিআই মনে করে, এই সংকটময় সময়ে সকল অংশীদারের সমন্বয়ে জাতীয় স্বার্থে কাজ করাই সর্বোত্তম। আমরা সশস্ত্র বাহিনী, ভারত সরকার ও দেশের মানুষের পাশে আছি,”—বলেন সাইকিয়া।

বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়, আইপিএল গভর্নিং কাউন্সিল ফ্র্যাঞ্চাইজি, সম্প্রচারকারী, স্পনসর এবং ভক্তদের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে। বেশিরভাগ দলই তাদের খেলোয়াড়দের নিরাপত্তা ও মানসিক অবস্থার কথা তুলে ধরেছে।

উল্লেখ্য, সম্প্রতি এক ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় ভারতজুড়ে চরম উদ্বেগ তৈরি হয়। এ ঘটনার পেছনে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর প্রত্যক্ষ মদদ রয়েছে বলে দাবি করেছে সরকার। এর জবাবে ভারতীয় বাহিনী ‘অপারেশন সিন্ধুর’ চালিয়ে যাচ্ছে।

বিসিসিআই এক বিবৃতিতে বলেছে, “ক্রিকেট আমাদের জাতীয় আবেগ হলেও, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার চেয়ে কিছুই বড় নয়।”

বোর্ড জিওস্টার (লিগের অফিসিয়াল সম্প্রচারকারী), টাটা (শিরোপা স্পনসর) এবং অন্যান্য অংশীদারদেরও ধন্যবাদ জানিয়েছে, যারা জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন।

বাংলাফ্লো/এসও

সাকিবের রেকর্ড ভাঙলেন লিটন
৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৮:৩১ রাত
কিউবার অভিষেকের দিনে বেঞ্চে ফাহমিদুল
৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৭:২৮ বিকাল
২৫ বলে ৬০, বৃষ্টিতে খেলা বন্ধ
৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:৫০ বিকাল
সুখবর পেলেন দুই তারকা
৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:৩৬ বিকাল
Leave a Comment

Comments 0