নিজস্ব প্রতিবেদক: রাজধানীর লালমাটিয়ায় চায়ের দোকানে ধূমপান করায় দুই তরুণীকে হেনস্তার ঘটনায় অভিযুক্ত রিংকুকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১০ মার্চ) সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করে জানান, \লালমাটিয়ার উত্ত্যক্তকারী রিংকুকে কাল রাতে গ্রেপ্তার করা হয়েছে।\
ঘটনাটি ঘটে গত ২ মার্চ, যখন লালমাটিয়ায় প্রকাশ্যে ধূমপান করা নিয়ে এক বয়স্ক ব্যক্তি আপত্তি জানালে তর্কাতর্কি শুরু হয়। পরে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ হস্তক্ষেপ করে বিষয়টি মীমাংসা করে।
ঘটনার ভিডিও ও বিবরণ ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। অনেকে প্রতিবাদ জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি তোলেন এবং তার কুশপুত্তলিকা দাহ করেন।