বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিকের অবস্থা অত্যন্ত শঙ্কাজনক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের অবস্থার আরও অবনতি হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের অবস্থার আরও অবনতি হয়েছে। রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা তার অবস্থা এখন অত্যন্ত শঙ্কাজনক। চিকিৎসকরা জানিয়েছেন, ব্রেইন ডেথের (মস্তিষ্কের কার্যকারিতা বন্ধ) যেসব লক্ষণ দেখা যায়, তার সবগুলোই আরেফিন সিদ্দিকের ক্ষেত্রে বিদ্যমান। এখন সবকিছু তার পরিবারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

রোববার (৯ মার্চ) রাতে হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে। ড. আরেফিন সিদ্দিকের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য বলেন, “ব্রেইন ডেথের সাধারণ লক্ষণগুলো তার ক্ষেত্রে স্পষ্ট। শিগগিরই তাকে অফিসিয়ালি ব্রেইন ডেথ (মৃত) হিসেবে ঘোষণা করা হতে পারে। এখন বিষয়টি সম্পূর্ণভাবে তার পরিবারের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। লাইফ সাপোর্ট সরিয়ে নিলে কয়েক সেকেন্ডের মধ্যেই সবকিছু থেমে যেতে পারে।”

চিকিৎসক আরও বলেন, “এ ধরনের পরিস্থিতি যে কোনো পরিবারের জন্য অত্যন্ত কঠিন। পরিবারের সদস্যরা মেনে নিতে পারছেন না। তারা অলৌকিক কিছু আশা করছেন। তবে আমরা তার ক্ষেত্রে এমন কোনো সম্ভাবনা দেখছি না। ধীরে ধীরে তিনি চলে যাচ্ছেন।”

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তার মস্তিষ্কের কার্যকারিতা বন্ধ হয়ে যাওয়ায় অস্ত্রোপচার সম্ভব হচ্ছে না। তার হৃদপিণ্ডের অবস্থাও ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। রক্তে প্লাটিলেটের পরিমাণ কমে ৪৮ হাজারে নেমেছে। হৃদপিণ্ড সচল রাখতে নতুন ওষুধ প্রয়োগ করা হয়েছে।

গত বৃহস্পতিবার ঢাকা ক্লাবে (রমনা) এক অনুষ্ঠানে কথা বলার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অধ্যাপক আরেফিন সিদ্দিক। তিনি মাটিতে পড়ে যান এবং দ্রুত তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে প্রথমে নিউরো আইসিইউতে স্থানান্তর করা হয় এবং পরে লাইফ সাপোর্টে রাখা হয়।

চিকিৎসকরা বলছেন, তার অবস্থা এখন অত্যন্ত সংকটাপন্ন এবং পরিবারের সিদ্ধান্তই এখন শেষ ভরসা।