নিজস্ব প্রতিবেদক: দেশে গত একদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৮৩ জন। এ সময় একজন মারা যান। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৯৯ হাজার ৮৮৮ জন। এ দেশে গত একদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৮৩ জন। এ সময় একজন মারা যান। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা এক লাখ ছুঁইছুঁই (৯৯ হাজার ৮৮৮ জন)। এ বছর মারা গেছে মোট ৫৫৮ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল পর্যন্ত গত একদিনে নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৩৫ জন, ঢাকা বিভাগে ২৬, ময়মনসিংহ বিভাগে তিন, চট্টগ্রামে সাত, খুলনায় দুই, রাজশাহীতে আট, রংপুরে এক ও বরিশাল বিভাগে একজন। চট্টগ্রাম বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন একজন মারা গেছেন। শুক্রবার সকাল পর্যন্ত চলতি বছর ডেঙ্গু থেকে সেরে উঠে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৮ হাজার ৯৯ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ১ হাজার ২৩১ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ৪৪৮ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৭৮৩ জন। এ বছর মোট ভর্তি রোগীর মধ্যে ৫৯ হাজার ৯৭০ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছে ৩৯ হাজার ৯১৮ জন। ডিসেম্বরের ২০ দিনে ডেঙ্গু আক্রান্ত ৮ হাজার ৪১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময় মৃত্যু হয়েছে ৭০ জনের। এ বছর সর্বোচ্চ ৩০ হাজার ৮৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয় অক্টোবরে। ওই সময় ১৩৫ জনের মৃত্যু হয়। এক মাসে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নভেম্বরে। ১৭৩ জন। নভেম্বরে ২৯ হাজার ৬৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ২০২৩ সালে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। ওই বছরই সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। জেবি