মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন

বাংলাদেশ ও জিম্বাবুয়ে ক্রিকেট দলের দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হতে যাচ্ছে আগামীকাল ।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো স্পোর্টস ডেস্ক

ঢাকা: দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ ও জিম্বাবুয়ে ক্রিকেট দল এখন সিলেটে। টাইগাররা সিরিজ সামনে রেখে আগেই প্রস্তুতি শুরু করেছেন।

রোববার (২০ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে দুই ম্যাচ টেস্ট সিরিজের উদ্বোধনী ।

এদিকে ম্যাচের আগের দিন টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন করেছেন দুই দলের অধিনায়ক।

দু`দলের লড়াই একসময় বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। তবে আবেদন এখন অনেকটাই কমে গেছে। এমনকি এই টেস্ট সিরিজ দেখাতে কোনো সম্প্রচারকারী প্রতিষ্ঠানও আগ্রহ দেখায়নি । বোর্ডের পাশে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ টেলিভিশন। সিরিজটি বিনামূল্যে সম্প্রচার করবে রাষ্ট্রায়ত্ত এই টেলিভিশন চ্যানেল।

জিম্বাবুয়ে সিরিজের আবেদন কমে যাওয়ায় টিকিটের দাম কমানো হয়েছে। ৫০ টাকা হলেই দেখা যাবে ম্যাচ। শহীদ তুরাব স্ট্যান্ড, ইস্টার্ন গ্যালারি (তিন নম্বর গেট) ও গ্রিন হিল এরিয়ায় বসে খেলা দেখা যাবে সর্বনিম্ন ৫০ টাকায়। সর্বোচ্চ পাঁচশো টাকা টিকিটের দাম ধরা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের। এ ছাড়া ক্লাব হাউস দুইশত ৫০, ইস্টার্ন গ্যালারির টিকিট (দুই নম্বর গেট) পাওয়া যাবে ১৫০ টাকায়।

২৮ এপ্রিল চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট শুরু হবে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে)।

বাংলাফ্লো/এসএস

Leave a Comment

Comments 0