মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫

কাঠমান্ডুর অস্থিরতায় ম্যাচ বাতিল, আজই দেশে ফিরছে বাংলাদেশ দল

ম্যাচ স্থগিত হওয়ার পর নির্ধারিত সূচির একদিন আগেই অর্থাৎ আজই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: নেপালের রাজধানী কাঠমান্ডুর অস্থির পরিস্থিতির কারণে স্থগিত হয়েছে বাংলাদেশ-নেপাল ফিফা প্রীতি সিরিজের দ্বিতীয় ম্যাচ। ম্যাচ স্থগিত হওয়ার পর নির্ধারিত সূচির একদিন আগেই অর্থাৎ আজই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

দুপুরের ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেবেন জামাল ভূঁইয়ারা।

মঙ্গলবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ-নেপালের মধ্যকার দ্বিতীয় ম্যাচটি হওয়ার কথা ছিল। তবে দেশটির সরকারের দুর্নীতির বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে শহরজুড়ে তৈরি হয় উত্তেজনা। সোমবার থেকেই কারফিউ জারি করে নেপাল সরকার। এর ফলে অনিশ্চয়তায় পড়ে যায় ম্যাচ আয়োজন। শেষ পর্যন্ত নেপাল ফুটবল ফেডারেশন (এএনএফএ) আনুষ্ঠানিকভাবে ম্যাচ স্থগিতের ঘোষণা দেয়।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আগেই জানিয়েছিল, খেলোয়াড়দের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। দল বর্তমানেহোটেলে নিরাপদে অবস্থান করছে। তবে ম্যাচ না হওয়ায় বুধবারের নির্ধারিত ফ্লাইটের অপেক্ষায় না থেকে একদিন আগেই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0