বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় ইইউ, প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন কমিশন

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আন্তর্জাতিক মানের একটি নির্বাচন দেখতে চায় এবং এ বিষয়ে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ।

নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আন্তর্জাতিক মানের একটি নির্বাচন দেখতে চায় এবং এ বিষয়ে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। রবিবার (১৬ মার্চ) ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিইসি জানান, প্রতিনিধি দল জানতে চেয়েছে, আগামী নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের প্রস্তুতি কী পর্যায়ে রয়েছে। তাদেরকে নির্বাচন নিয়ে চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়েছে। বাজেট পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে এবং কমিশন নিশ্চিত করেছে যে, বাজেট নিয়ে কোনো সমস্যা নেই।

তিনি আরও বলেন, ইইউ নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে চায় এবং প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। এ বিষয়ে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) একটি মূল্যায়নও সম্পন্ন হয়েছে। আগামী মাসে একটি কর্মশালা আয়োজনের পরিকল্পনার কথাও জানানো হয়, যেখানে সিভিল সোসাইটি, পোলিং এজেন্ট, ভোটার এডুকেশন ও স্থানীয় পর্যবেক্ষকদের প্রশিক্ষণের বিষয়ে আলোচনা হবে।

সিইসি বলেন, ইইউ একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায়, যা নির্বাচন কমিশনের প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। স্বচ্ছতা বজায় রেখেই নির্বাচন পরিচালনা করা হবে এবং এ বিষয়ে কারও কোনো সন্দেহ থাকা উচিত নয়।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অতীতের প্রসঙ্গ টেনে বর্তমানকে বিচার করা ঠিক হবে না। বর্তমান পরিস্থিতির ভিত্তিতেই সবাই যেন দায়িত্ব পালন করতে পারে, সে পরিবেশ নিশ্চিত করা হবে।