বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাবো! এই হোক জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকীতে আমাদের অঙ্গীকার।
তিনি বলেন ‘শহিদ জিয়া যে গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার জন্য শাহাদাত বরণ করেছেন, সেই গণতন্ত্রের নিরবচ্ছিন্ন যাত্রা আজও পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে।
বৃহস্পতিবার (২৯ মে) দলটির উদ্যোগে বিএনপি’র প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪-তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইনস্টিটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে প্রধান অতিথির ভিডিও ধারনকৃত বক্তব্যে খালেদা জিয়া এসব কথা বলেন।
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এই লক্ষ্যে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার জন্য আমি বিএনপির সব পর্যায়ের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। মনে রাখবেন, সবার জন্য গণতন্ত্র ও উন্নয়নের মাধ্যমে সকল সমাধানের যে রাজনীতি শহিদ জিয়া রেখে গেছেন; তা বাস্তবায়নের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানাতে হবে।’
এসময় তিনি জিয়াউর রহমানের নানা উদ্যোগের প্রশংসা করেন, আলোচনা করেন। দেশে গণতন্ত্র, স্বাধীনতা, সংবাদপত্র ও বিচারবিভাগের স্বাধীনতাসহ বিভিন্ন খাতে জিয়াউর রহমানের অবদানের কথাও উল্লেখ করেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বাংলাফ্লো/এনআর
Comments 0