বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক: তারেক রহমান

তারেক রহমান বলেন, এই মুহূর্তে তরুণদের সামনে একটি বিরাট সুযোগ তৈরি হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই হারানো ভোটাধিকার পুনরুদ্ধার করার সময় এসেছে।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি,

ঢাকা: তরুণ ভোটারদের কাছে বিএনপির পক্ষে ভোট চাইলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে জাতীয় ছাত্র সমাবেশে তিনি বলেন, ‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক।’

তিনি বলেন, দেশের ১৩ কোটি ভোটারের মধ্যে গত দেড় দশকে প্রায় ৪ কোটি নতুন ভোটার যুক্ত হয়েছে। কিন্তু এই তরুণ ভোটারদের অধিকারের উপর একনায়কতান্ত্রিক শাসকগোষ্ঠী বারবার আঘাত হেনেছে। তারা ভোটাধিকার কেড়ে নিয়েছে, মানুষের মৌলিক অধিকার হরণ করেছে।

তারেক রহমান আরও বলেন, এই মুহূর্তে তরুণদের সামনে একটি বিরাট সুযোগ তৈরি হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই হারানো ভোটাধিকার পুনরুদ্ধার করার সময় এসেছে। বিএনপির পরিকল্পনায় একটি স্বাবলম্বী ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে তরুণ প্রজন্মের সহযোগিতা অপরিহার্য।

সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, তোমাদের কাছে আমার একটি বিশেষ আহ্বান আছে। এটি শুধু তোমাদের শোনার জন্য নয় সারা দেশের শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য। সেই আহ্বান হলো ‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক'।

এই আহ্বানের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সমাবেশস্থলে উপস্থিত নেতাকর্মীরাও সমস্বরে ধ্বনি দেন ‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক।’

তারেক রহমান তার বক্তব্যে তরুণদের প্রতিশ্রুতি দিতে বলেন, শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার জন্য যা যা প্রয়োজন এবং নিজেদেকে যোগ্য করার জন্য তোমরা সকলে তা গ্রহণ করবে, এই হোক আজকের প্রতিজ্ঞা।

বাংলাফ্লো/সিএস

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0