বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

পাবনায় সংঘর্ষে যুবদল নেতা নিহত, আহত ১

নিহত পাভেল মোল্লা গয়েশপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ইসলামপুর গ্রামের মৃত মুসলেম মাস্টারের ছেলে।

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি

পাবনা: পাবনা সদর উপজেলার গয়েশপুরে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে মেহেদী মাসুদ পাভেল মোল্লা (৪০) নামে যুবদল নেতা নিহত হয়েছেন। গতকাল শনিবার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। একই সংঘর্ষে গুরুতর আহত হন তার চাচাতো ভাই ইমরান সজিব মোল্লা (২৫), যাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত পাভেল মোল্লা গয়েশপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ইসলামপুর গ্রামের মৃত মুসলেম মাস্টারের ছেলে। আহত ইমরান সজিব একই এলাকার আব্দুর সবুর মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিনের বিরোধের জের ধরে শনিবার রাত ১০টার দিকে ইসলামপুর ব্রিজের কাছে জনি, জুয়েল, নজরুল, মফিজ উদ্দিন, ময়েজ উদ্দিন প্রামাণিক, তৌফিক উদ্দিন, আশরাফ আলী, লিয়াকত ও দুলালের সঙ্গে কথাকাটাকাটির এক পর্যায়ে পাভেল ও ইমরানকে কুপিয়ে জখম করা হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক পাভেলকে মৃত ঘোষণা করেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। সেই বিরোধের জেরে আজকের (শনিবার) সংঘর্ষ ঘটেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনিব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0