জেলা প্রতিনিধি
টেকনাফ: কক্সবাজারের টেকনাফে ছোট বোনের স্বামীর ছুরিকাঘাতে নুরুল আলম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। পারিবারিক কলহ থেকে জন্ম নেওয়া সন্দেহের জেরে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানা গেছে। সোমবার (১১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালী এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত নুরুল আলম ওই এলাকার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে। অভিযুক্ত মো. আব্দুল্লাহ ৬ নম্বর ওয়ার্ড উলুচামারি গ্রামের আব্দু শুক্কুরের ছেলে।
স্থানীয় বাসিন্দা সালাউদ্দিন জানান, নিহত নুরুল আলমের ছোট বোন টুম্পার সঙ্গে তার স্বামী আব্দুল্লাহর দীর্ঘদিনের পারিবারিক বিরোধ চলছিল। কয়েক দিন আগে টুম্পা স্বামীর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে চলে আসেন। আব্দুল্লাহ ধারণা করেন, টুম্পার এই সিদ্ধান্তের পেছনে নুরুল আলমই প্রভাব ফেলেছেন। এ কারণে সোমবার রাতে তিনি শ্বশুরবাড়িতে গিয়ে নুরুল আলমকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, হ্নীলা পূর্ব পানখালিতে ছুরিকাঘাতে নুরুল আলম নামে এক যুবক নিহত হয়েছেন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। জড়িতকে আটকের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0